২১ মে, ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১২ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন এখন কক্সবাজারে   ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু

দু’ইউনিয়নের জনসাধারণ মরণফাঁদে পরিণত সড়ক দিয়ে যাতায়াত করছে দীর্ঘদিন

মোঃ কাওছার ঊদ্দীন, ঈদগাঁওঃ 

কক্সবাজার সদর উপজেলা বৃহত্তর ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের ঈদগাঁও টু গোমাতলী সড়কটির ইসলামাবাদ ইউনিয়নের বাঁসঘাটা এলাকায় মরণফাঁদ পরিণত হয়েছে।

কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর, ইউপের খীল, হিন্দুপাড়া, সিকদার পাড়া, বোয়াল খালী, পাঁহাশিয়াখালী, টেক পাড়া, এবং পোকখালী ইউনিয়নের ইছা খালী, নতুন বাজার, বাংলাবাজার, গোমাতলী সহ বিভিন্ন এলাকার প্রায় ২০(হাজার) বেশি জনসাধারণের যোগাযোগ মাধ্যম এ সড়কটি।

রবিবার (২১ জুন) সকালে পোকখালী ইউনিয়নের গোমাতলী থেকে আসা টমটম, অটোরিকশা, সিএনজি, বাঁসঘাটা এলাকায় সড়কের কাঁদা ভর্তি গর্তে ঈদগাঁওগামী যাত্রীবাহী টমটম, অটোরিকশা ,সিএনজি, আটকে যায়। এসময়
যাত্রীবাহী টমটম, অটোরিকশা ,সিএনজি সামনের দিক সড়কে কার্পেটিংয়ের সঙ্গে লেগে থাকতে দেখা যায়। পরে শ্রমিকরা চাকার নিচ থেকে কাঁদা সরিয়ে গাড়ি নিয়ে স্থান ত্যাগ করতে দেখা যায়।

টমটম, অটোরিকশা, সিএনজি, চালকরা জানান- প্রায় এক বছর ধরে সড়কটির অবস্থা বেহাল। গত এক বছর থেকে সড়কের গর্তে পানি জমে কাঁদা পরিণত হয়। এতে গাড়ি আটকে যায়। এর কারণে মাঝে মাঝে গাড়ি বিকল হয়ে পড়ে।

স্থানীয় এলাকাবাসীরা জানান, দক্ষিন চট্রলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে এই মরণফাঁদে পরিণত সড়কটি দিয়ে আমাদের যাতায়াত দীর্ঘদিন ধরে। স্থানীয় জনপ্রতিনিধিরা মরণফাঁদে পরিণত সড়কটি কাজ করার জন্য এগিয়ে আসেন, আমাদের উপকৃত হতো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।