১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক- কর্মচারীদের উপর হামলা

hamla
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীকে চিকিৎসা দেওয়াকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ মার্চ রাত পৌনে ১১টারদিকে হ্নীলা জাদিমোরা এলাকা হতে সংঘর্ষে রক্তাক্ত মোঃ নুর নামে এক রোগীকে চিকিৎসার জন্য আনা হয়।  কর্তব্যরত চিকিৎসক উক্ত রোগীকে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। এসময় রোগীর সঙ্গে আসা স্বজনেরা টেকনাফ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এতে চিকিৎসকরা অপারগতা জানালে বাকবিতন্ডার এক পর্যায়ে চিকিৎসক-কর্মচারীদের উপর হামলার ঘটনা ঘটে। এই হামলায় হাসপাতালের নিরাপত্তা প্রহরী নুরুল আলম,উপসহকারী মেডিকেল অফিসার দেলোয়ার হোসেন, ওয়ার্ড বয় বদিউর রহমান ও চালক স্বপন কুমার দাশ আহত হয়। এ ঘটনায় ডাঃ নুরুল আলম বাদী হয়ে জাদিমোরা সাবেক মেম্বার মোঃ আবুল মঞ্জুরের ছেলে নজরুল, মোঃ হাসান, পৌরসভার কায়ুকখালী পাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে টুটুলসহ অজ্ঞাত ১০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। যার নং-৭৩। এই ব্যাপারে টেকনাফ থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, পুলিশ ঘটনার পর থেকে হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।