১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

চকরিয়ায় চাঁদা না দেওয়ায় অপহরণ, ৩ঘন্টা পর উদ্ধার

Apoharon2015050820195520150803195923
চকরিয়ায় এক নার্সারী মালিককে দাবীকৃত চাঁদা না দেওয়ায় অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। তবে অপহরণের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত সময়ে অভিযান চালিয়ে অপহৃত নার্সারী মালিক নুরুল আমিন (৬০)কে ৩ঘন্টা পর উদ্ধার করেছে। ২৯অক্টোবর দুপুর দেড়টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের পুচ্ছালিয়াপাড়া এলাকায় ঘটেছে এঘটনা। অপহৃত নুরুল আমিন উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর চরপাড়া গ্রামের মৃত আমির হামজার পুত্র।

অপহৃতের পুত্র সালাহউদ্দিন অভিযোগ করেন, বিগত ১৫বছর ধরে মেসার্স চকোরী নার্সারী নাম দিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারার ব্যবসা করছেন তার বয়োবৃদ্ধ পিতা নুরুল আমিন। এরই ধারাবাহিকতায় বিগত ২বছর ধরে বিএমচর ইউনিয়নের পুচ্চালিয়াপাড়া রাস্তার মাথা এলাকায় মেসার্স চকোরী নার্সারী স্থান নির্ধারণ করে নার্সারী ব্যবসা করেন। বর্তমানে নার্সারীতে ফলজ,বনজ, ঔষধী, শুভ বর্ধনকারী সহ বিভিন্ন প্রজাতির ১০লক্ষাধিক টাকার চারা গাছ রয়েছে। তিনি অভিযোগ করেন, পুচ্ছালিয়াপাড়া গ্রামের মো: ইলিয়াছ নামে এক যুবক ব্যবসায়ীক অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে সম্প্রতি থেকে তার পিতার কাছ থেকে ১লাখ টাকা চাঁদা দাবী করেন। দাবীকৃত চাঁদা না দেওয়ায় গত ৪দিন পূর্বে গাছের চারা নিধনের বিষাক্ত স্প্রে ছিটে দেড় লক্ষাধিক টাকার হাইব্রিড পেপে চারা নষ্ট করে দেন। গত ২৮অক্টোবর সকালে স্থানীয় বিএমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলমের ইন্ধনে চাঁদাদাবীকারী ইলিয়াছ নার্সারীর প্রবেশধারে তালা ঝুলিয়ে দিয়ে প্রবেশপথ বন্ধ করে দেন। সালাহউদ্দিন আরো অভিযোগ করেন, সর্বশেষ গত ২৯অক্টোবর দুপুর দেড়টার দিকে ইলিয়াছের নেতৃত্বে ১০/১৫জনের একদল দূবৃৃত্ত তার পিতা নুরুল আমিনকে অপহরণ করে একটি দোকানে জিম্মি করে রাখেন। বিষয়টি মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করা হলে সহকারী আইসি (উপপরিদর্শক) হাসান মুরাদের নেতৃত্বে একদল পুলিশ এদিন বিকাল ৪টার দিকে জিম্মিদশা থেকে নার্সারী মালিককে উদ্ধার কনেন। এনিয়ে আজ ৩১অক্টোবর মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন অপহৃতের পুত্র।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মো: কামরুল আজম জানিয়েছেন, ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিবিএন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।