১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা

চকরিয়ার কৈয়ারবিল অন্ত:ইউনিয়ন মেধাবৃত্তি পরীক্ষার ফল ঘোষণা

download
চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে বিগত বছরের ন্যায় এবছরও অধিক ঝাকজমকপূর্ণ পরিবেশে কৈয়ারবিল অন্ত:ইউনিয়ন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। গত ১৭নভেম্বর বিকাল ২টায় কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় হলরুমে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির ১৩০জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। গতকাল প্রকাশিত ফলাফলে উত্তীর্ণরা হলেন; ২য় শ্রেণিতে ট্যালেন্টপুল- ইসরাত জাহান মরুয়া-২১১(কেন্দ্র ১ম), সাবিবাতুল জন্নাত রিসতা-২১৭ ও সাকিবুল ইসলাম তাওসান-২২১, সাধারণ গ্রেড সুমাইয়া তাবাচ্ছুম রিম-২০১, মো: সাইদ-২০৩ ও নুরে জন্নাত-২২২। ৩য় শ্রেণিতে ট্যালেন্টপুল- মুনতাসির জালাল ইফতি-৩২৮, মো: জিয়াউদ্দিন-৩৪৫, মিকাত জন্নাত তুলি-৩৩১, সাজ্জাদুল ইসলাম-৩৪২, শাবাব আদিবা ইতু-৩০৪, বিলাওয়াল হক চৌধুরী-৩৪৪, সাঈদী হাসান সায়েম-৩৫৩, সাধারণ গ্রেড তাকিয়াতুল কবি আর্শি-৩৩৪ ও সামিয়া ফারিহা মিলু-৩৪৬। ৪র্থ শ্রেণিতে ট্যালেন্টপুল মো: শাহ তাওফীর শায়ের-৪১৩, সুরাইয়া ছিদ্দিকা-৪১৪, রিফা মনি-৪০২, ক্বারিবুল হাসনাত-৪০১, ইশতিয়াক আহমেদ আবির-৪১০, সাধারণ গ্রেড তানহিয়াত নুর সুমাত-৪০৪ ও মুছাম্মৎ আতিয়া হক-৪১৫।
অন্ত:ইউনিয়ন মেধা বৃত্তি পরীক্ষায় প্রধান পৃষ্টপোষক ছিলেন কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বিএস,বিএড। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ এরশাদ, বৃত্তি সম্পাদক এডভোকেট মো: শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মো: ওসমান গনি, সদস্য মাস্টার তৌহিদুল ইসলাম, মাস্টার মো: মিজানুর রহমান, মাস্টার এহছানুল হক। পরীক্ষা চলাকালে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বৃত্তি পরীক্ষার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।