১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

কক্সবাজার জেলা ছাত্রলীগের সম্মেলণ ১৬ এপ্রিল

বাংলাদেশ ছাত্রলীগের ৬টি জেলা ইউনিটের নতুন সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদকে নিজ আবেদনের প্রেক্ষিতে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়ার পাশাপাশি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোরসেদ হোসাইন তানিমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদদের দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ১৬ এপ্রিল কক্সবাজার জেলা ছাত্রলীগের সম্মেলণের নতুন তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
শনিবার ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়; বাংলাদেশ ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজারসহ মোট ৬টি জেলা ইউনিটের সম্মেলণের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এতে স্বাক্ষর করেন।
ঘোষিত ৬ জেলা ইউনিট হলো, সিলেট জেলা, সুনামগঞ্জ, যশোর, কক্সবাজার, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। আগামী ১১ মার্চ সুনামগঞ্জ জেলা, ১৮ মার্চ সিলেট জেলা, ২৮ মার্চ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, ২৯ শে মার্চ যশোর জেলা, ৩০ মার্চ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং ১৬ এপ্রিল কক্সবাজার জেলা ছাত্রলীগের সম্মেলণ অনুষ্ঠিত হবে।
এবিষয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ জানান, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ ৬টি জেলা ইউনিটে সম্মেলণের তারিখ ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে এসব জেলায় সম্মেলণের প্রস্তুতি নিতে সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া বেশকয়েকটি নতুন বিশ্ববিদ্যালয় চালু হয়েছে। খুব শীঘ্রই এসব ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে।
সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন; ঘোষিত তারিখ অনুযায়ী ৬ ইউনিটে সম্মেলণ অনুষ্ঠিত হবে। দু’য়েকটি জেলায় কমিটি নেই আগামী ৩/৪ দিনের মধ্যে সেখানে নতুন কমিটি ঘোষণা করা হবে। খুব শীঘ্রই মেয়াদোত্তীর্ণ আরও কয়েকটি জেলার সম্মেলণের নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।