৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা

কক্সবাজারে বিএনপির উদ্যোগে গণ অনশন পালিত: আজ প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

Cox Dist BNP 17.03.15
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবীতে জেলা বিএনপি ঘোষিত
৬ দিনের আন্দোলন কর্মসূচীর প্রথমদিন আজ মঙ্গলবার ৩ ঘন্টার গণঅনশন কর্মসূচী পালিত হয়েছে। শহরের শহীদ সরণীস্থ জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচীতে ছিল বিক্ষুব্দ নেতাকর্মীদের ভীড়।
কর্মসূচীতে বক্তারা বলেন- ‘সালাহ উদ্দিন আহমদ দেশের সম্পদ। সরকারের স্পষ্ট মদদে তাকে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু তাকে গুম করে সরকার কখনও চলমান আন্দোলন স্তব্দ করে দিতে পারবে না।’ বক্তারা সালাহউদ্দিনকে অবৈধভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইনের শাসন ও বিচার ব্যবস্থার প্রতিচ্ছবি বলে মন্তব্য করেন।
জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত গণঅনশন কর্মসূচীতে জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বúœা, সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, সহ-সভাপতি আবুল কাশেম ও জয়নাল আবেদীন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হামিদউদ্দিন ইউসুফ গুন্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র মোহাম্মদ জিসানউদ্দিন জিসান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, যুগ্ম সম্পাদক সানাউল্লাহ আবু, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরউদ্দিন মনির, সদর যুবদলের আহবায়ক ফরিদুল আলম, পৌর যুবদলের সভাপতি মসউদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, জাতীয়তবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট তৌহিদুল আনোয়ার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মীর মোশাররফ হোসেন টিুটু, শহর যুবদলের সহ-সভাপতি দোলন ধর, ক্রীড়া সম্পাদক আবছার কামাল, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন, রফিকুল ইসলাম মিয়াজী, শহর ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন টিপু, মহেশখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক কানন বড়ূয়া, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আহবায়ক এইচএম রায়হানউদ্দিন, যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান রাজিব, পৌর শ্রমিক দল সভাপতি এস্তাক আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাজী আবদুর রহিম, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মুন্না, পর্যটন অঞ্চল শ্রমিক দল সভাপতি খায়রুল আমিন, কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও শহর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আনিসউদ্দিন মাহমুদ প্রমূখ। সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, কৃষক দল, বাস্তুহারা দলের জেলা, পৌর ও উপজেলা নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সোমবার জেলা বিএনপি ঘোষিত ৬দিনের কর্মসূচীর মধ্যে আরো রয়েছে- ১৮ মার্চ বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি, ১৯ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টায় কক্সবাজার পৌর বিএনপির উদ্যোগে গণমিছিল, ২০ মার্চ শুক্রবার বাদ জুমা জেলা সদর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নসমূহের মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল এবং মন্দির, গীর্জা ও ক্যাং-এ বিশেষ প্রার্থনা, ২১ মার্চ শনিবার সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা, উপজেলা ও পৌরসভা শাখাসমূহের বিএনপি, অঙ্গ সংগঠন এবং পেশাজীবীদের সাথে মতবিনিময় এবং ২২ মার্চ রবিবার জেলার সকল উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এর আগে একই দাবীতে হরতালসহ ৩ দিনের কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।