২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই’র ১০তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশের অভিযানে গুলিসহ দু’জন গ্রেফতার   ●  তীব্র তাপদাহে মানুষের পাশে মেয়র মাহাবুব   ●  টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার   ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ  

 ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এ অলষ্টার ফুটবল দল চ্যাম্পিয়ন

futbol pic mp kamol
রামুতে এক লক্ষ ধারণ ক্ষমতা সম্পন্ন আন্তর্জাতিকমানের ফুটবল ষ্টেডিয়াম হচ্ছে। রামুর প্রাচীন ক্রীড়া ঐতিহ্যকে আরো সুদূর প্রসারি করতেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন। কক্সবাজার জেলায় খেলাধুলাকে আরো অধিকতর উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত করা হবে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। দেশের বিকেএসপির পূর্ণাঙ্গ দ্বিতীয় ক্যাম্পসটিও হচ্ছে রামুতে। আগামীতে রামুই হবে জেলার ক্রীড়া অঙ্গনের প্রতিকৃত অঞ্চল।
রামুতে ‘ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে এম আহম্মদ হোছাইন এ কথা বলেন।
এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার পৌর আওয়ামীলীগ সভাপতি মুুজিবুর রহমান চেয়ারম্যান।
শুক্রবার (১২ জুন) বিকাল ৫টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ট্রফি বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য ও ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
ফাইনাল খেলায় রামু অলষ্টার ফুটবল দলের জয় বড়–য়ার একমাত্র গোলে পূর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশকে পরাজিত করে। ১-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে রামু অলষ্টার ফুটবল দল।
রামু ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি আছারুল হক ভূট্টো’র সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রফি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ প্রমূখ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রামু উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাদু, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সাংবাদিক নজিবুল ইসলাম, প্রবীণ শিক্ষক ফরিদ আহমদ, ডিএফএ’র সাধারণ সম্পাদক জ্যোতিঃর্ম্ময় বড়ুয়া মঙ্গল, রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, চাকমারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কোং, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য গিয়াস উদ্দিন কোং, রামু ব্রাদার্স ইউনিয়ন সভাপতি নবু আলম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক পলক বড়–য়া, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক সজল বড়–য়া, ব্যবসায়ী নুরুল হক কোম্পানী, সাবেক ফুটবলার তীলক বড়–য়া, তরুপ বড়–য়া, শহর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার আলম চৌধুরী মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক।
এতে উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি ইউনুছ খান, সাংসদের একান্ত সচিব মিজানুর রহমান, ব্যক্তিগত সচিব মো. আবু বক্কর ছিদ্দিক, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজিজুল হক আজিজ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিনাজুল হক রাজা, আরিফ খান জয়, আনোয়ার হোসেন বাবলাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এদিকে, খেলা শুরুর পূর্বে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছুলে হাজারো দর্শক সাংসদকে করতালি দিয়ে অভ্যর্থনা জানান। পরে তিনি মাঠে ঘুরে ঘুরে দর্শকদের সাথে কুশল বিনিময় করেন।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন, সুবীর বড়–য়া বুলু। সহকারী রেফারী ছিলেন, আবদুল মজিদ খান ও মোহাম্মদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, তপন মল্লিক ও ওমর ফারুক মাসুম। সেরা খেলোয়াড় নির্বাচন করেন, রামু সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা পরিষদ সদস্য বিমল বড়–য়া, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম ও রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ। খেলা শেষে অতিথিরা রামু অলষ্টার ফুটবল দলকে চ্যাম্পিয়ন ট্রফি, পূর্ব মোহাম্মদপূরা ফুটবল একাদশকে রানার্স আপ ট্রফি ও মায়ের দোয়া খেলোয়াড় সমিতিকে সুশৃংখল ফুটবল দলের ট্রফি এবং ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় রামু অলষ্টার ফুটবল দলের জয় বড়–য়া, টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় পূর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশের মুকুট বড়–য়া, টুর্ণামেন্টের সর্বোচ্চ গোলদাতা রামু অলষ্টার ফুটবল দলের ইসমাইল জাহেদ ও শ্রেষ্ঠ গোলদাতা নজুরুল ইসলামের হাতে ক্রেষ্ট তুলে দেন।
খেলা শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রানবন্ত হয়ে উঠে। খেলার দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে রামু অলষ্টার ফুটবল দলের সালাহ উদ্দিনের কর্ণার কিক থেকে হেডে দলের ডিফেন্ডার জয় বড়–য়া গোল করে দলকে এগিয়ে নেয়। শেষ বাঁিশ বাজা পর্যন্ত কোন দল গোলের সুযোগ না পেয়ে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় রামু অলষ্টার ফুটবল দল। ভাল খেলেও পরাজয় নিয়ে মাঠ ছাড়ে পূর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশ। খেলায় হলুদ কার্ড পায়, রামু অলষ্টার ফুটবল দলের ধীমান বড়–য়া, মোঃ সোহেল, ডেবিট বড়–য়া ও পূর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশের সুমন বড়–য়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।