২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই’র ১০তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশের অভিযানে গুলিসহ দু’জন গ্রেফতার   ●  তীব্র তাপদাহে মানুষের পাশে মেয়র মাহাবুব   ●  টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার   ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ  

উৎকণ্ঠায় পরিবার

Salah Uddin Ahmed 2.psd
 তিন দিনেও খোঁজ মেলেনি বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের। এ নিয়ে উৎকণ্ঠায় সময় পার করছে পরিবার। সালাহউদ্দিনের সন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছুটে যাচ্ছেন তার স্বজনরা। কিন্তু তাকে আটকের কথা স্বীকার করছেন না কেউ। সালাহউদ্দিনের সন্ধান দাবিতে আগামীকাল কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ও আজ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গত মঙ্গলবার রাত ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে একদল সাদা পোশাকধারী লোক উত্তরার একটি বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানান। বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আটক ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্বীকারের ঘটনায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল বিকালে সংবাদ সম্মেলনে অবিলম্বে সালাহউদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, নতুবা এর পরিণতি শুভ হবে না। এদিকে র‌্যাবের আইন-গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান মানবজমিনকে বলেন, সালাহউদ্দিন আহমেদকে কারা আটক করেছে তা জানি না। তবে তাকে র‌্যাব আটক করেনি। এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশ এখনও র‌্যাবের কাছে পৌঁছেনি বলে জানান তিনি। একইভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশও তাকে আটকের বিষয় অস্বীকার করছে। সালাহউদ্দিন আহমেদের সন্ধান না পেয়ে অজানা আশঙ্কায় আছেন তার পরিবারের সদস্যরা। অবিলম্বে তাকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। তিনি জানান, গত মঙ্গলবার রাতে উত্তরার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সালাহউদ্দিন আহমেদসহ তার দুই গৃহকর্মীকে তুলে নিয়ে যায়। যারা তুলে নিয়ে গেছেন, তারা ওই বাসার দারোয়ানের কাছে নিজেদের ‘গোয়েন্দা’ বলে পরিচয় দিয়েছেন। সাদা পোশাকে উত্তরার ওই বাসায় ঢোকার আগে বাসার নিরাপত্তাকর্মীদের কাছে তারা নিজেদের পরিচয়পত্রও দেখিয়েছেন বলে জানান তিনি।

বগুড়ায় দোয়া ও মিলাদ
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ও ছাত্রনেতা আনিছুর রহমান খোকনকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে পাওয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিল বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বাদ জুমা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল। এতে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ডা. মিজানুর রহমান মিঠু, ডা. আসফারুল হাবিব রোজ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাছেদ, জেলা জিয়া পরিষদের উপদেষ্টা শফিকুল ইসলাম টুকু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা পাপন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মাহমুদ শরিফ মিঠু, সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন রানা, মোটরচালক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকনসহ সিনিয়র নেতারা অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।