১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

উমিদিয়া জামেয়া ইসলামিয়ার বার্ষিক ক্রিড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান উমিদিয়া জামেয়া ইসলামিয়ার বার্ষিক ক্রিড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে কুলসুম নগরস্থ জামেয়ার মাঠে সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় প্রবীন মুরব্বি আলহাজ্ব ডা. মোহাম্মদ আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোস্তাক আহমদ।
উমিদিয়া জামেয়া ইসলামিয়ার শিক্ষা পরিচালক ক্বারী আতাউল্লাহ গণির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম মুকুল, আবু মুসা সওদাগর, আবদুল আলিম সওদাগর, অভিভাবকদের পক্ষে সাংবাদিক ইমাম খাইর।
উপস্থিত ছিলেন-উমিদিয়া মসজিদের খতীব মাওলানা হাবীবুল বাশার, সাংবাদিক মো. নিজাম উদ্দিন, অভিভাবক দেলাওয়ার হোসাইন, মো. ইদ্রিছ সওদাগর, আজিজুল হাসান বুলু, হেফাজুর রহমান সওদাগর, হামিদ সওদাগর, ভুট্রু সওদাগর প্রমুখ।
গত ১৫ থেকে ১৬ ফেব্রুয়ারী বার্ষিক ক্রিড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইভেন্টে বিজয়ীসহ ১৪৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। দুই দিনের প্রতিযোগিতার সার্বিক বিষয়ে সহযোগিতা করেন শিক্ষক মাওলানা আবুল হাশেম, ছৈয়দ আহমদ, আবুল কালাম, মাস্টার আনোয়ার হোসাইন, হাফেজ একরামুল হক, হাফেজ জসিম উদ্দিন, আবদুল হাকিম, রহমত উল্লাহ, মাওলানা জসিম উদ্দিন, হাফেজ আবদুল হাই প্রমুখ। প্রতিযোগিতা তদারক করেন শিক্ষা পরিচালক ক্বারী আতাউল্লাহ গণি।
উল্লেখ্য, উমিদিয়া জামেয়া ইসলামিয়া দীর্ঘ বছর ধরে শহরে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। তৈরী করছে দ্বীনদার মানুষ। প্রতিষ্ঠানটির মূল কর্ণধার, দৈনিক হিমছড়ির প্রধান সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী। তিনি আমেরিকা অবস্থানের কারণে সভায় উপস্থিত হতে পারেনি। সভার পক্ষ থেকে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনা করে দোয়া চাওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।