২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন এখন কক্সবাজারে   ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু

রামু উখিয়ারঘোনার আট টি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন ও সমাবেশে এমপি কমল

উন্নয়নের জন্য আবারো আ’লীগকে নির্বাচিত করুন

প্রেস বিজ্ঞপ্তিঃ কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, বিএনপি সরকারের আমলে দেশে বিদ্যুৎ উৎপাদন হয়েছিলো মাত্র ৩ হাজার ৫০০ মেগাওয়াট। আর আওয়ামীলীগ সরকারের আমলে এক বছরেই দেশে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে রেকর্ড পরিমান এসব বিদ্যুৎ উদপাদন হওয়ায় বর্তমানে দেশের বিদ্যুৎহীন এলাকাগুলো আলোকিত করা সম্ভব হচ্ছে। কেবল বিদ্যুৎ নয়, উখিয়ারঘোনার মত রামু-কক্সবাজারের গ্রামীন ও প্রধান সড়কসহ সর্বত্র উন্নয়নের ছোঁয়া এখন দৃশ্যমান হয়েছে। একসময়য় যেখানে কাঁচা রাস্তা ছিলো, সেখানে বর্তমানে পাকা রাস্তা হয়েছে। আনাচে-কানাচে সেতু নির্মিত হওয়ায় মানুষ এখন সাঁকো দিয়ে পারাপারের কথা ভুলেই গেছে। আগামীতেও নৌকা প্রতীককে আবারো নির্বাচিত করলে রামু-কক্সবাজার দেশে উন্নয়নের মডেল হবে। তাই উন্নয়নের জন্যই আবারো নৌকা প্রতীককে নির্বাচিত করে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।

সাংসদ কমল কক্সবাজারের রামু উপজেলার দুর্গম এলাকা বৃহত্তর উখিয়ার ঘোনার ৮টি গ্রামে বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে বিশাল সমাবেশে এসব কথা বলেন। গত বৃহষ্পতিবার (২৩ নভেম্বর) বিকালে উখিয়ারঘোনা সওদাগর পাড়া স্টেশনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ বিতরণ সিষ্টেম উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোঃ রিয়াজুল হক, সহকারি প্রকৌশলী নুরুল আবছার, রামু বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর আবাসিক প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন, কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ঈসমাইল মো. নোমান, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মীর কাসেম সিকদার, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর গোলাম কাদের, লেখক ও গবেষক এম. সুলতান আহমদ মনিরী, মুক্তিযোদ্ধা মাস্টার ফরিদ আহমদ ।

কাউয়ারখোপ ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, রামু স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম ভূট্টো, সৈয়দ মো. আবদু শুক্কুর, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সাংসদ কমলের একান্ত সহকারি মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক ও সাংসদ কমলের ব্যক্তিগত সহকারি আবু বকর, আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, সাবেক ইউপি সদস্য আবছার কামাল, মো. হোছন ও মোহাম্মদ, ইউপি সদস্য হাবিব উল্লাহ, রফিকুল আলম,
কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক মনজুল আলম সোহেল, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ছানা উল্লাহ বাবুল, স্থানীয় আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, মো. ইলিয়াছ, প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি মাগরিবের নামাজের পর আনুষ্ঠানিক ভাবে বাতি জ¦ালিয়ে কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনার লামার পাড়া, স্কুল পাড়া, বড়–য়া পাড়া, মিয়াজি পাড়া, সওদাগর পাড়া, গুদামকাটা, গনিয়াকাটা ও পশ্চিম গনিয়াকাটা গ্রামে নতুন স্থাপিত বিদ্যুৎ লাইন সংযোগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

সাংসদ কমল আরো বলেন, আগামী ৩ মাসের মধ্যে কাউয়ারখোপ ইউনিয়ন অবশিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে কাউয়ারখোপকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। সে সাথে অপর দুর্গম এলাকা গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়নেও একমাসের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। এলাকার প্রতিটি রাস্তাঘাটে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। স্বাধীনতার আগে যে পরিমান পাকা রাস্তা ছিলো, বিগত ৩ বছরে রামুতে সেই পরিমান রাস্তা পাকা হয়েছে। তিনবছরেই এখানে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হয়েছে। রামু কলেজ এবং শতবর্ষী খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে। রামু কলেজ ও ঈদগাও কলেজে দুটি ভবন দেয়া হয়েছে।

সাংসদ কমল বলেন, এরআগে বিএনপির এমপি ১২ কোটি টাকা বরাদ্ধ পেলেও উখিয়ারঘোনার জন্য একটি টাকা বরাদ্ধ দেননি। তারা শুধু লুটপাটে বিশ^াসী। যারা বন্যা, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের খবর নেয়না, তারা মানুষের ভোট চাওয়ারও অধিকার রাখেনা। তাই আগামী নির্বাচনে অতীতের মত ভুল না করে উন্নয়নের প্রতীক নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। কারণ আগামীতেও আওয়ামীলীগকে ক্ষমতায় বসাবে, এতে কোন সন্দেহ নেই।

বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকে ঘিরে স্থানীয়রা মেতে উঠেছিলো উৎসবের আমেজ। এলাকার প্রধান প্রধান সড়কে সাঁজিয়েছে অসংখ্য তোরণ। পথিমধ্যে সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়, দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবগসহ সর্বস্তরের হাজার হাজার নারী-পুরুষ সড়কের দ’ুপাশে দাঁড়িয়ে এবং মাইক, ঢোল, ব্যান্ড বাজিয়ে অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানান। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এলাকার ছোট-বড় ষ্টেশন, রাস্তার মোড়, বিদ্যুতের খুটিতে সাঁটানো হয় ব্যানার-ফ্যাষ্টুন।
সভাপতির বক্তব্যে কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামসুল আলম চেয়ারম্যান বলেন, কাউয়ারখোপের সৃষ্টিলগ্ন থেকেই ওই এলাকা বিদ্যুতের আলো থেকে বঞ্চিত ছিল। অতীতে অনেক সাংসদ, রাজনৈতিক নেতা আমাদের এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে। কিন্তু কেউ কথা রাখেনি। আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, এমপি নির্বাচিত হওয়ার পর রামুর অবহেলিত এলাকা সমুহ চিহ্নিত করে অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার আলোর পাশাপাশি বিদ্যুতের আলোয়ও আলোকিত করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আমাদের কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকার আটটি গ্রামে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন হয়েছে। এটা আমাদের কাউয়ারখোপ বাসির লালিত স্বপ্নের বাস্তবায়ন। এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।