১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

উখিয়ায় শাসনবংশ প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকেতনের ধর্মীয় বৃত্তি পরীক্ষা’১৬ সম্পন্ন

 

 

বৌদ্ধ সমাজে বৌদ্ধ শিশু কিশোরদের নিয়ে প্রভাতী শিক্ষা নিকেতনের শাখা গঠন,ধর্মীয় অাচার-অাচরণ শিক্ষা দান ও ধর্মীয় বৃত্তি প্রদান এই তিনটি মহান উদ্দেশ্য ও লক্ষ্য পূরনে পর্যটন নগরী কক্সবাজার সদর, উখিয়া, রামু, টেকনাফ ও পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সহ ৫ উপজেলার তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির বৌদ্ধ ছাত্র-ছাত্রীদের নিয়ে শাসনবংশ প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকেতন পরিচালিত বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা’১৬ সম্পন্ন হয়েছে।

জানা যায়, জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমৎ কুশলায়ন মহাথের’র গুরুদেব শাসন সদ্ধর্মের পরম হিতৈষী প্রয়াত: শ্রীমৎ শাসনবংশ মহাথের’র স্মরণে ২০০৩ সালে প্রতিষ্ঠা করেন উখিয়ায় শাসনবংশ প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকেতন। প্রতিষ্ঠালগ্ন থেকে বিগত ১৪ বৎসরে ৪ হাজার অধিক শিক্ষার্থীদের বৌদ্ধ ধর্মীয় বৃত্তি প্রদান করা হয়।

২০ জানুয়ারী, শুক্রবার ২টি কেন্দ্রে ৮৯২জন পরীক্ষার্থীদের অংশগ্রহণে একযোগে ১৫তম বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়। কেন্দ্র গুলোর মধ্যে উখিয়া কলেজে- ৫৩৮জন, মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে- ৩৫৪জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।

পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীমৎ কুশলায়ন মহাথের পরিচালনায় শ্রী জ্যোতি প্রজ্ঞা থের’র তত্ত্বাবধানে উখিয়া কলেজে হল সচিবের দায়িত্ব পালন করেন শ্রী জ্যোতি রক্ষিত ভিক্ষু, মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রী জ্যোতি সেন থের’র তত্ত্বাবধানে হল সচিবের দায়িত্বে থাকেন শ্রী জ্যোতি প্রিয় থের। হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন প্রিয়সেন বড়ুয়া, রাফুল বড়ুয়া। সমন্বয়কের দায়িত্বে ছিলেন মেধু কুমার বড়ুয়া, মিলন কুমার বড়ুয়া।

উক্ত বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিতেন্দ্র বড়ুয়া ও শিক্ষক সনজিত বড়ুয়া, শিক্ষক তপন বড়ুয়া,জ্যোতি শ্রীতি ভিক্ষু, তাপস সেন ভিক্ষু, শিক্ষক প্রনব কুমার বড়ুয়া সহ coxsbazarshomoy.com এর নিউজ রুম এডিটর কনক বড়ুয়া শ্রাবন প্রমুখ।

ভদন্ত জ্যোতি প্রিয় ভিক্ষু সূত্রে জানা যায়, অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল অাগামী ২২জানুয়ারী রবিবার সকালে প্রাকাশিত হবে। কক্সবাজারের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল coxsbazarshomoy.com সহ বিভিন্ন দৈনিক পত্রিকায়ও ফলাফল প্রকাশ করা হবে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।