১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

উখিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্ম বার্ষিকী পালিত

Ukhiya Pic-17-03-2015
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথা যোগ্য মর্যাদায় কক্সবাজারের উখিয়ায় পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার সময় উখিয়া উপজেলা পরিষদ থেকে র‌্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উখিয়া উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগদান করেন। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাহানুল ইসলাম মিয়া, উখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজী, উখিয়া কৃষকলীগের আহবায়ক কাজী আক্তার উদ্দিন টুনু। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাষ্টার মোজাম্মেল হক আজাদ, মাষ্টার বদিউর রহমান, মাষ্টার সাহাব উদ্দিন, মাষ্টার আব্দুল মালেক, মাষ্টার ফরিদুল আলম, মাষ্টার শাহজাহান, মাষ্টার বেলাল উদ্দিন ও রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নূর মোহাম্মদ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশকে সোনার বাংলা প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন। উখিয়ার বিভিন্নস্থানে শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস উপলক্ষ্যে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালীতে উপজেলার প্রাথমিক মাধ্যমিক স্তরের শিক্ষার্থী উপস্থিত থাকলেও জাতীয় দিবসে উপজেলা প্রশাসনের বেশী ভাগ কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।