২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা   ●  উখিয়ায় কৃষি বিভাগের উঠান বৈঠক অনুষ্ঠিত

ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন দলের বিজয়ী ১০ শিক্ষার্থী

i-jen Utsab, 13-
প্রথম আলোর ‘আই জেন উৎসব-২০১৫’ গতকাল বুধবার সকালে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। উৎসবে ইন্টারনেট বিষয়ক লিখিত পরীক্ষায় অংশ নেয় ২২০ জন শিক্ষার্থী। এরমধ্য থেকে ( সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে) ১০ জনকে স্কুলদল হিসাবে বিজয়ী ঘোষণা করা হয়।
গতকাল সকাল ১০ টায় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম আলমগীর। স্বাগত বক্তব্য দেন, প্রথম আলো কক্সবাজার অফিস প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা। ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি নিয়ে বক্তব্য দেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল হক চৌধুরী, সহকারি শিক্ষক মো. নুরুল ইসলাম, গ্রামীণফোন কর্মকর্তা সায়ন, শিক্ষার্থী শাউলিয়া তাবাচ্ছুম শাউলি, সিফাতুল ইসলাম মিজান, পারমিতা রাশেদ চৌধুরী নাবা, তানিয়া সুলতানা আলেয়া, তাশদিয়া এনাম মাইশা প্রমুখ।
পরে লিখিত পরীক্ষায় বিজয়ী ১০ জনকে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন দল ঘোষনা করা হয়। বিজয়দের হাতে সনদ তুলে দেন, স্কুলের প্রধান শিক্ষক একেএম আলমগীর, পরিচালনা কমিটির সভাপতি কামরুল হক চৌধুরী ও সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা।
এর আগে ইন্টারনেট ব্যবহারের উপর বিভিন্ন প্রামান্য চিত্র প্রদর্শিত হয়। স্কুল পর্যায়ে বিজয়ীদের নিয়ে আগামী ২৫ মে কক্সবাজারে অনুষ্টিত হবে মূল ইন্টারনেট উৎসব।
বিজয়ীরা হলো: জান্নাতুল বকেয়া সামিহা (নবম), ফারহানা সাঈদা নাজমু (নবম), শামীমা নাছরিন রিমা (নবম), রাবেয়া বছরী (অষ্টম), মিছবাহুল ইসলাম লাবীব (নবম), ছৈয়দ আলম ( নবম), মায়মুনা আকতার ডালিয়া (নবম), সাবরিনা তাসনিম তোফা ( অষ্টম), শাহিদা ইসলাম ডালিয়া (অষ্টম) ও জাহাঙ্গীর আলম ( দশম)।
উৎসব পরিচালনা করেন, আই-জেন উৎসব-২০১৫ জেলার সমন্বয়ক ও বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ইব্রাহিম খলিল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বন্ধুসভার লুৎফর রহমান তুষার, সাদমান সাকিব, হাবিবুর রহমান অনিক, অরূপ বড়–য়া, বায়েজিদ মো. আরিফ প্রমুখ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।