২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই’র ১০তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশের অভিযানে গুলিসহ দু’জন গ্রেফতার   ●  তীব্র তাপদাহে মানুষের পাশে মেয়র মাহাবুব   ●  টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার   ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ  

ঈদগাঁও গোমাতলী সড়কে যত্রতত্র স্প্রীড ব্রেকার: বাড়ছে দূর্ঘটনা

4.tanore-speed-breaker-
কক্সবাজারে সদরের ঈদগাঁও গোমাতলী সড়কে যত্রতত্র স্প্রীড ব্রেকার বসায় বাড়ছে দুর্ঘটনা। গতকাল সোমবার সরেজমিন পরিদর্শণ করে এ তথ্য মিলেছে। জানা গেছে ঈদগাঁও গোমাতলী কবি নুরুল হুদা সড়কের মোড়ে মোড়ে দুর্ঘটনা এড়াতে একাধিক স্প্রীড ব্রেকার দিয়েছে এলাকাবাসী। কিন্তু এসব স্প্রীড ব্রেকারের কোনটাতেই সাদা রং না থাকায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। বিশেষ করে রাতে বেলায়। খোঁজ নিয়ে জানা গেছে এ সড়কে প্রায় ৮টির অধিক স্প্রীড ব্রেকার রয়েছে। এ সড়কে চলাচলরত যান বাহন চালকরা জানিয়েছেন স্প্রীড ব্রেকারে সাদা রং চিহ্নিত না থাকায় অনেক সময়  গাড়ি দ্রুত গতিতে যাওয়ার কারণে  দুর্ঘটনার শিকার হন। এছাড়াও সড়কের  বেহাল দশার কারনে এসব স্প্রীড ব্রেকার রাতের বেলায় দেখতে না পাওয়ায় বেশি ঝুঁকি নিয়ে চালকদের গাড়ী চালাতে হয়। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান তথা মাদ্রাসা, স্কুল, কলেজ ও মসজিদ এর সামনে স্প্রিড ব্রেকার দেয়ার প্রয়োজন থাকলেও এসড়কের বিভিন্ন পয়েন্টে রয়েছে যত্রতত্র স্প্রীড ব্রেকার। সচেতন মহল প্রয়োজন বিহীন স্প্রিড ব্রেকার তুলে নিতে ও স্প্রীড ব্রেকারগুলোতে সাদা রং দেয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।