১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা

ইয়াবা তৈরির মেশিন ও কেমিক্যালসহ গ্রেফতার ৫

received_1830582723866627
রাজধানীর মিরপুর এলাকা থেকে ইয়াবা তৈরির মেশিন, কেমিক্যাল ও ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য (পূর্ব) বিভাগের মতিঝিল জোনাল টিম তাদের আটক করে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।

তিনি জানান, বুধবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে মিরপুর-২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- জসিমউদ্দিন ওরফে শিমুল, সৈয়দ তরিকুল ইসলাম ওরফে সুমন, মো.আলী আকবর, জুবায়ের হোসেন জুয়েল ও মো.কির্তী আজাদ ওরফে টুটুল।

এ সময় তাদের কাছ থেকে ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত একটি কমপ্রেসার, একটি মটর, একটি মিক্সার মেশিন, একটি স্প্রে মেশিন, একটি বলস্পেস মেশিন, একটি পাইপ, একটি আউট লাইন মেশিন এবং একটি চোঙ্গাসহ ইয়াবা তৈরির বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করে পুলিশ।

এছাড়াও তাদের কাছে থেকে ৫০০ পিস ইয়াবা এবং ইয়াবা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।