২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন এখন কক্সবাজারে   ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু

আ’লীগ নেতা প্রশান্ত ভূষন বড়ুয়ার মায়ের সুস্থতা কামনা

আভাষ শর্মা বিশুঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি প্রশান্ত ভূষন বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান, কক্সবাজার জেলা আওয়ামীলীগ সদস্য সুপ্ত ভূষন বড়ুয়া ও বিশিষ্ট ব্যবসায়ি সুদীপ্ত ভূষন বড়ুয়া’র মা সবিতা বড়ুয়া গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা কমনা করেছেন, পরিবারের সদস্যরা। তাঁকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত সবিতা বড়ুয়াকে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের বিভিন্ন উন্নত হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়। সম্প্রতি সবিতা বড়ুয়ার শারীরিক অবস্থা আবারো অবনতি হলে নভেম্বরের প্রথম সপ্তাহে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়া হয়।

সবিতা বড়ুয়ার বড় ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক প্রশান্ত ভূষন বড়ুয়া ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মায়ের সাথে রয়েছেন। তিনি জানান, শুক্রবার (১৭ নভেম্বর) তাঁর মায়ের অস্ত্রোপচার করা হয়েছে। ওই হাসপাতালে চিকিৎসক টীমের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তাঁর মা সবিতা বড়ুয়া।

সবিতা বড়ুয়া রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি বড়ুয়া পাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক প্রয়াত বিধু ভূষন বড়ুয়ার সহধর্মিনী। বড় ছেলে প্রশান্ত ভূষন বড়ুয়া তাঁর মায়ের সুস্থতার জন্য সকলের কাছে আশির্বাদ কামনা করেছেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।