২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০ | ১৭ রমজান, ১৪৪৫


শিরোনাম
  ●  উখিয়ায় পাহাড় চাপা পড়ে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু   ●  স্বদেশ ফিরতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ   ●  মহাসড়কে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ রামু ক্রসিং হাইওয়ে থানার   ●  কক্সবাজারে হাফেজ মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিল ছাত্রলীগ   ●  রামুতে এক ঘন্টার ব্যবধানে স্কুল ছাত্রসহ হতাহত চার   ●  সুগন্ধা পয়েন্টের লাল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা   ●  সাংবাদিক রাশেদুল মজিদের উপর পুলিশের হামলা, এক সদস্যের তদন্ত কমিটি   ●  কক্সবাজারে ট্রাফিক পুলিশের ‘আসকারায়’ যত্রতত্র পার্কিং, কোটি টাকার বাণিজ্য   ●  কক্সবাজারে ট্রাফিক পুলিশের অনিয়ম-দূর্নীতি ও প্রকাশ্যে চাঁদাবাজি   ●  ড্রাইভিং পেশায় মহিলাদের সুযোগ দিলেন সেভ দ্য চিলড্রেন ও সিএনআরএস

আমার বিয়ের সম্পূর্ণ খরচ অসহায়দের বিলিয়ে দেব- ইউটিউবার মাহসান স্বপ্ন

বিনোদন ডেস্কঃ

করোনা মহামারীতে ১ মে শুক্রবার সকালে বিয়ে করে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে জনপ্রিয় ইউটিউবার মাহসান স্বপ্ন। বিয়ের পর তার দেওয়া ফেইজবুক স্ট্যাটাস নিম্নে তুলে ধরা হলো-

“আলহামদুলিল্লাহ , পবিত্র রমজান মাসে আজ শুক্রবারে সকাল 10 ঘটিকায় চার বছরের প্রেমের পর আমি এবং তৌহিদা অনয় বিয়ের বাঁধনে আবদ্ধ হয়েছি।

আমাদের বিয়ে করার প্ল্যান ছিল গত মাসের শেষে , কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা এতদিন সে কাজটি সম্পন্ন করিনি।

কিন্তু আমরা সম্প্রতি সিদ্ধান্ত নিলাম , দেশের এই দুর্যোগময় অবস্থায় নিজেদের নিয়োজিত করব। তাই বিয়ের অনুষ্ঠানে যে খরচ হত সেই খরচে সিংহভাগ দেশের গরীব এবং অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিলিয়ে দিব। এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন সংগঠন , যারা এই মুহূর্তে দেশের জন্য কাজ করছেন , তাদের ডোনেট করব।

তাই আজ সকালে , সামাজিক দূরত্ব বজায় রেখে , প্রশাসনের অনুমতি সাপেক্ষে , ঝাকঝমক বর্জন করে অতি কম সংখ্যক মানুষ নিয়ে , মহান আল্লাহ তাআলার নামে বিয়ের কাজটি সম্পন্ন করেছি। এবং বিয়ের আগে ও পরে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি এবং করব ইনশাল্লাহ।

এই লকডাউন অবস্থায় বিয়ে করে নিজেদের সার্থক মনে করছি। কারণ আমরা দেশের মানুষের আছি। আপনারাও থাকুন।

সবাই আমাদের জন্য দোয়া করুন।”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।