১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩১ ভাদ্র, ১৪৩১ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৬


মরিচ্যায় এনজিও কর্মী হত্যাকরী আলাউদ্দিন আটক

হামীম ফরহাদ সায়েম: মরিচ্যা,উখিয়া কক্সবাজার

উখিয়া উপজেলার হলদিয়াপালং পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গুরাইয়ারদ্বীপ সড়কের চৌরাস্তার মাথা এনজিও কর্মী মাজহারুল ইসলাম নামের ব্যক্তি কে খুন করে পালিয়ে যাওয়ার পরে আজ শুক্রবার একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সেই জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার তার নিজ খালা মনির বাড়িতে লুখিয়ে আছে। সেই খবর পেয়ে উখিয়া থানাতে স্থানীয় কয়েকজন লোক খবর দেয়।

খবর দেওয়ার পরে উখিয়া থানার ওসি আবুল মনসুর তৎক্ষণাৎ পুলিশের ফোর্স পাঠিয়ে  জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়িতে অভিযান চালিয়ে ঘাতক হত্যাকারী আলাউদ্দিন এবং ঘুরাঘুরি করার যে মোটরসাইকেল টি ছিল সেই মোটরসাইকেলসহ তার খালা মনির বাড়ি থেকে আটক করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।