৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

৮ দিনে ১ কোটির বেশি ভিজিটর আওয়ামী লীগের ফেসবুক পেইজে

awamilig-page-sm20161026103415
৮ দিনে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে ১ কোটিরও বেশি মানুষ ভিজিট করেছে। এছাড়া বাংলাদেশের বৃহত্তম এই রাজনৈতিক দলটির দুইদিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠান লাইভ দেখেছে ৭ লাখের বেশি ভিজিটর।

আওয়ামী লীগের গবেষণা সেল ‘সেন্টার ফর রিসার্স অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস্ জানিয়েছেন গত ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবরের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ ক্যাম্পেইনে ১ কোটি ১৭ লাখ ১৬ হাজার ২ শ’ ৮ জন সংযুক্ত হয়েছে।

তিনি বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে ২ দিনের সম্মেলনের সময় সব রকম আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারের মাধ্যমে দলটির নেতা, কর্মী এবং অন্যান্যরা যাতে যুক্ত থাকতে পারে সে ব্যবস্থা করেছি।

সাব্বির বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেছি এবং উপমহাদেশের এই প্রাচীন রাজনৈতিক দলটির গৌরবজ্জ্বল অতীত সম্পর্কে জানাতে সাহায্য করছি। যে দলটি গত ৭ দশক ধরে বাঙালী জাতীয়তাবাদের আন্দোলনে এবং তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে’।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।