২৮ আগস্ট, ২০২৫ | ১৩ ভাদ্র, ১৪৩২ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

৭০ হাজার বিদেশি কর্মচারি ছাঁটাইয়ের পরিকল্পনা সৌদি আরবের

আগামী তিনবছরের মধ্যে সৌদি মন্ত্রণালয় তার প্রবাসী শ্রমিক-কর্মচারীদের চাকরিচ্যুত  করবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। ২০২০ সালের মধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম সংকুচিত করা এবং সেইসাথে সেখানে সৌদি নাগরিক নিযুক্ত করার পরিকল্পনা অনুসারে এ সিদ্ধান্ত নেয়া হয়।  “ন্যাশনাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম ২০২০” এর অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

 

গত সপ্তাহে সিভিল সার্ভিস মন্ত্রণালয় থেকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানকে বলে দেয়া হয়েছে যে, ২০২০ সাল শেষে শুধু মাত্র সৌদি নাগরিকরা পাবলিক সেক্টরে কাজ করতে পারবে। তবে সরকারি স্কুল, হাসপাতাল এবং সরকার মালিকানাধীন তেল কোম্পানিতে এ সিদ্ধান্ত প্রয়োগ হবে কিনা, এ বিষয়ে স্পষ্ট করা হয়নি।

“২০২০ সালের পরে সরকারের কোন প্রবাসী কর্মী  থাকবে না”, সিভিল সার্ভিসের ডেপুটি মন্ত্রী আবদুল্লাহ আল-মেলফি, বুধবার এক সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ নির্দেশ দেন।

আল মেলফি আরো বলেন, “এটি হল সরকারি কর্মসংস্থানে পুরোপুরোভাবে নিজস্ব জাতীয়তা নিশ্চিত করতে ন্যাশনাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম ২০২০ এর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।”

এর মানে হল দেশটির মন্ত্রণালয়সমূহ আগামী তিন বছরে ৭০,০০০ বিদেশি কর্মীকে বাধ্যতামূলকভাবে ছাঁটাই করবে এবং তার স্থলে সৌদি নাগরিকদের জায়গা করে দিবে।তেলের দাম কমে যাওয়ায় অর্থনৈতিকভাবে চাপ কমাতে সরকারি প্রতিষ্ঠান থেকে বিদেশিদের ছাটাই করার এ পরিকল্পনা নেয়া হয়েছে মূলত। সরকার বিশ্বাস করে যে, এর ফলে দেশীয় মূলধন বাইরের চলে যাওয়া হ্রাস পাবে এবং ৭০,০০০ সৌদি শ্রমিকের জন্য নতুন পদ সৃষ্টি করবে।

রিয়াদ বুধবার এও ঘোষণা করেছে যে, অস্ত্রোপচারের উদ্দেশ্যে সৌদিদের জন্য কোন বিদেশি দন্ত চিকিৎসকও বাইর থেকে আনা যাবে না এ সময়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।