
শাহীন মোহাম্মদ রাসেল
কক্সবাজারের রামুতে ৭০ হাজারসহ জসিম উদ্দিন (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
তিনি সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ডেঙ্গাপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের পুত্র।
শনিবার (২৮ মার্চ) কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশী করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিকমূল্য দুইকোটি দশ লাখ টাকা।
রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ইব্রাহিম ফারুকের পক্ষে সহকারি পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে (ইঞ্জিন নম্বর-৩৩১১৯৯) করে ইয়াবা পাচার হচ্ছে।
এমন খবরের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত নায়েব সুবেদার মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে সিএনজিটি তল্লাশী করে। এসময় সিএনজির সীটে বিশেষভাবে লুকানো অবস্থায় ৭০ হাজার পিস ইয়াবা সহ ওই মাদক কারবারিকে আটক করে।
আটককৃত আসামীকে ইয়াবাসহ রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।