১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

৬০ টি আসনে প্রার্থী দেবে জামায়াত

বিএনপির তরফে নির্বাচনকালীন সরকারব্যবস্থা কী হবে, এ নিয়ে সরকারের প্রতি চাপ অব্যাহত রাখলেও ভেতরে-ভেতরে দলীয় প্রস্তুতি সেরে নিচ্ছে জামায়াত। দৃশ্যত বিএনপি জোটে অংশগ্রহণমূলক কাজে দলটিকে দেখা না গেলেও জোটের সমর্থনে নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে একাত্তরে মুক্তিযুদ্ধবিরোধী দলটি। তাদের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে পূর্বপশ্চিমবিডি.নিউজের সঙ্গে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সূত্র জানায়, ২০১৪ সালের নির্বাচন বর্জন করলেও অন্তত ৬০টিতে জোটের সমর্থন নেওয়ার চিন্তা ছিল দলটির। ওই সময় ৪৩ টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছিল জামায়াত। আগামী নির্বাচনে এই সংখ্যাটি আরও বাড়বে বলেই জানান ঢাকা মহানগর জামায়াতের শীর্ষ এক নেতা। তিনি বলেন, ‘সময় তো অনেক গেছে, আগের চেয়ে নিশ্চয় বেশি চাওয়ার চিন্তা আছে আমাদের। তবে এবার বিএনপি জোটের প্রার্থী হিসাবে কমপক্ষে ৬০টি আসনে জামায়াতের প্রার্থী দেয়ার পরিকল্পনা রয়েছে এবং বিষয়টি প্রায় চূড়ান্ত।

২০০৮ সালের নির্বাচনে ৩৯টি আসনে জামায়াতের প্রার্থীরা নির্বাচন করলেও তৎকালীন বিএনপি-জোট তাদের সমর্থন দেয় ৩৪ টিতে। তবে আগামী নির্বাচনে বিএনপি-জোটের পরিধি বড় হওয়ায় ও নির্বাচনকালীন সরকার মাথায় রেখে সমর্থিত আসনসংখ্যা কমতে পারে বলে মনে করছেন জোটের অনেকে। তবে আসন বণ্টনভিত্তিক বৈঠকের আগে কেউই এ ব্যাপারে মুখ খুলতে নারাজ।

এ ব্যাপারে জামায়াতের নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম বলেন, ‘‘আমরা জোটে আছি, জোটের মধ্যেই থাকব এবং জোটের আলোচনার প্রেক্ষিতেই আসনবণ্টন হবে। আমাদের বাদ দিয়ে তো আলোচনা হবে না।’

তবে ঠিক কত আসনে জোটের সমর্থন চাইবে জামায়াত—এমন প্রশ্নের উত্তরে চট্টগ্রামের এই নেতা বলেন, ‘এসব ব্যাপারে না বলি, থাক।’

সূত্র- পূর্বপশ্চিম

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।