১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৩১ ভাদ্র, ১৪৩২ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

১০ অতিরিক্ত সচিব পদে রদবদল

Governmentপ্রশাসনের ১০ অতিরিক্ত সচিব পদে রদবদল আনা হয়েছে। এদের মধ্যে সরকারি চারটি সংস্থার মহাপরিচালকও আছেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি আদেশে এ রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিট, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে নতুন মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনে একজন মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

পর্যটন করপোরেশনের পরিচালক এম মওদুদুর রশিদ সফদারকে বার্ডের মহাপরিচালক করা হয়েছে। বার্ডের মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব আবুল কালাম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিটে এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব তপন কুমার কর্মকার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মস পরিদফতরের নিবন্ধক মো. আতিকুর রহমান খানকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অতিরিক্ত সচিব এএস শামীম আহমেদকে ভূমি আপীল বোর্ডের সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের বদলির আদেশাধীন মাহমুদা মিন আরাকে পিএসসির অতিরিক্ত সচিব করা হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জ্যোতির্ময় দত্তকে অর্থ বিভাগে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল আনোয়ারকে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একরামুল হককে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।