৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

১০ অতিরিক্ত সচিব পদে রদবদল

Governmentপ্রশাসনের ১০ অতিরিক্ত সচিব পদে রদবদল আনা হয়েছে। এদের মধ্যে সরকারি চারটি সংস্থার মহাপরিচালকও আছেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি আদেশে এ রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিট, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে নতুন মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনে একজন মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

পর্যটন করপোরেশনের পরিচালক এম মওদুদুর রশিদ সফদারকে বার্ডের মহাপরিচালক করা হয়েছে। বার্ডের মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব আবুল কালাম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিটে এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব তপন কুমার কর্মকার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মস পরিদফতরের নিবন্ধক মো. আতিকুর রহমান খানকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অতিরিক্ত সচিব এএস শামীম আহমেদকে ভূমি আপীল বোর্ডের সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের বদলির আদেশাধীন মাহমুদা মিন আরাকে পিএসসির অতিরিক্ত সচিব করা হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জ্যোতির্ময় দত্তকে অর্থ বিভাগে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল আনোয়ারকে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একরামুল হককে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।