১৩ জুলাই, ২০২৫ | ২৯ আষাঢ়, ১৪৩২ | ১৭ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

হ্যাচারীর বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষন সম্পন্ন

SANYO DIGITAL CAMERA
বাগদা চিংড়ি হ্যাচারীর বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক কক্সবাজারে সম্পন্ন হয়েছে। কলাতলী হ্যাচারী জোনের পাইনিয়ার হ্যাচারীতে ২৩ মার্চ অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষনে মৎস্য অধিদপ্তরীয় কর্মকর্তাবৃন্দ ও হ্যাচারী মালিক-কর্মচারীগন উপস্থিত ছিলেন। কক্সবাজার মৎস্য অধিদপ্তর ও শ্রীম্প হ্যাচারী এসোশিয়েশন অব বাংলাদেশ (সেব)’র যৌথ উদ্যেগে সকাল ১০ টায় অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষনে সভাপতিত্ব করেন সেব মহাসচিব সাইফুল ইসলাম । প্রধান অতিথি ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক এমপি। এতে বক্তারা বলেন, হ্যাচারীর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে মানসম্মত পোনা উৎপাদন নিশ্চিত করতে  হবে। উপস্থিত হ্যাচারী মালিকরা পল্লী বিদ্যুতের হয়রানি ও অতিরিক্ত বিল থেকে বাঁচতে উখিয়া সোনার পাড়া হ্যাচারী জোনকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাভুক্তকরন ও  হ্যাচারী সেক্টরের উপর সরকার আরোপিত কর কমানোর দাবি জানান । ইউরোপিয়ান ইউনিয়নের আসন্ন এফ ভি ও মিশনের আসন্ন সফর উপলক্ষে হ্যাচারী পরিদর্শনের জন্য প্রস্তুতি গ্রহন ও অন্যান্য ব্যাপারে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ও বিশেষ অতিথি অমিতোষ সেন, খোরশেদ আরা হক এমপি, মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া, আঞ্চলিক মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র পাল প্রমুখ । প্রশিক্ষনে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দিন আহমদ, রামু উপজেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, উখিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার, পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির আহমদ। প্রশিক্ষনে ৭০ জন ডেলিগেট অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।