১১ সেপ্টেম্বর, ২০২৫ | ২৭ ভাদ্র, ১৪৩২ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

হ্নীলায় পাহাড় কাটার উৎসবঃ বনবিভাগের অভিযানে মাটি কাটার সামগ্রী জব্দ


হ্নীলার বিভিন্ন পাহাড়ী অঞ্চলে টিলা ও পাহাড় কেটে মাটি বিক্রি অব্যাহত থাকলেও সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের রহস্যজনক আচরণে মাটি চোর সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠে। অবশেষে নিরুপায় হয়ে বনবিভাগ অভিযান চালিয়ে পাহাড় কাটার সরঞ্জামাদি জব্দ করলেও মাটি খেকোঁরা এখনো তৎপর রয়েছে।
জানা যায়-৪ ফেব্রুয়ারী সকালে টেকনাফ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তাপস কুমারের নেতৃত্বে বনবিভাগের একটি দল হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের আলী আকবর পাড়াস্থ খরইল্যামোরায় অভিযান চালিয়ে পাহাড় কাটার সামগ্রী জব্দ করে। স্থানীয় বাসিন্দারা জানায় জনৈক নুরুল আমিন,জামাল হোছাইন,ছাবের আহমদ, নুরুল আলম ও ইব্রাহীমসহ বেশ কয়েকটি চক্র উক্ত পাহাড়ী অঞ্চলের টিলা ও পাহাড় কেটে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মাটি বাণিজ্য চালিয়ে আসছে। এদিকে একাধিক সুত্র দাবী করছে স্থানীয় বনবিভাগের কর্মীদের সাথে মাটি চোরদের গোপন আতাঁত থাকায় দীর্ঘদিন ধরে তারা ধরা-ছোয়াঁর বাইরে রয়েছে। এই ছাড়া মরিচ্যাঘোনা,বৃহত্তর পানখালী,লেচুয়াপ্রাং,পশ্চিম সিকদারপাড়া,উলুচামরী, রঙ্গিখালী ও আলীখালী এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী চক্র পাহাড় ও টিলা কেটে সাবাড় করলেও বন বিভাগের মাথাব্যথা না থাকায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। অবশেষে এই অভিমানের মাধ্যমে টিলা ও পাহাড় খেঁেকাদের বিরুদ্ধে অভিযান জোরদার রাখার দাবী জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।