৯ সেপ্টেম্বর, ২০২৫ | ২৫ ভাদ্র, ১৪৩২ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

হ্নীলার বোরহান হত্যা মামলার আসামী জিন্নাহ আটক : ৩দিনের রিমান্ড মঞ্জুর

Teknaf Pic-(B)-18-05-15
টেকনাফের হ্নীলায় প্রকাশ্য দিবালোকে গুলি করে বোরহান উদ্দিন হত্যা মামলার এজাহারভূক্ত আসামীকে জিন্নাহ জামিন নিতে গিয়েই আটক হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের ৫দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩দিন রিমান্ড মঞ্জুর করে।
তথ্যানুসন্ধানে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টারদিকে টেকনাফের হ্নীলা আলীখালী এলাকায় লেদার মৃত হাজী আবুল কাশেমের পুত্র শামসুল হুদা গং ও জামাল উদ্দিনের পুত্র শাহ আজম গংয়ের মধ্যে কাটাকাটি, সংঘর্ষ ও গুলাগুলির এক পর্যায়ে আলীখালীর জামাল উদ্দিনের পুত্র বোরহান উদ্দিন (১৭) গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করে। পোস্ট মর্টেম শেষে লাশ রাতে বাড়িতে এনে সকালে দাফন করা হয়। এ ঘটনায় নিহত বোরহানের মা খুরশিদা বেগম বাদী হয়ে শামসুল হুদাকে প্রধান আসামী করে ৭জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলার এজাহারভূক্ত আসামী ও স্থানীয় ফরিদ মিয়ার পুত্র দিদারুল ইসলাম জিন্নাহ গত ৫মে কক্সবাজার আদালতে জামিন নিতে গেলে মহামান্য বিচারক জামিন না মঞ্জুর করে হাজতে প্রেরণ করে। নৃশংস এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য মামলার আইও টেকনাফ মডেল থানার এসআই আবুল কালাম গত ১৫মে আদালতে ৫দিনের রিমান্ড আবেদন করে। বিজ্ঞ আদালত উক্ত আসামীর ৩দিনের রিমান্ড মঞ্জুর করে। ২০ মে থেকে তাকে থানা হেফাজতে এনে রিমান্ড কার্যকর করা হবে বলে মামলার আইও জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।