২৭ ডিসেম্বর, ২০২৫ | ১২ পৌষ, ১৪৩২ | ৬ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা

হ্নীলার বোরহান হত্যা মামলার আসামী জিন্নাহ আটক : ৩দিনের রিমান্ড মঞ্জুর

Teknaf Pic-(B)-18-05-15
টেকনাফের হ্নীলায় প্রকাশ্য দিবালোকে গুলি করে বোরহান উদ্দিন হত্যা মামলার এজাহারভূক্ত আসামীকে জিন্নাহ জামিন নিতে গিয়েই আটক হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের ৫দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩দিন রিমান্ড মঞ্জুর করে।
তথ্যানুসন্ধানে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টারদিকে টেকনাফের হ্নীলা আলীখালী এলাকায় লেদার মৃত হাজী আবুল কাশেমের পুত্র শামসুল হুদা গং ও জামাল উদ্দিনের পুত্র শাহ আজম গংয়ের মধ্যে কাটাকাটি, সংঘর্ষ ও গুলাগুলির এক পর্যায়ে আলীখালীর জামাল উদ্দিনের পুত্র বোরহান উদ্দিন (১৭) গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করে। পোস্ট মর্টেম শেষে লাশ রাতে বাড়িতে এনে সকালে দাফন করা হয়। এ ঘটনায় নিহত বোরহানের মা খুরশিদা বেগম বাদী হয়ে শামসুল হুদাকে প্রধান আসামী করে ৭জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলার এজাহারভূক্ত আসামী ও স্থানীয় ফরিদ মিয়ার পুত্র দিদারুল ইসলাম জিন্নাহ গত ৫মে কক্সবাজার আদালতে জামিন নিতে গেলে মহামান্য বিচারক জামিন না মঞ্জুর করে হাজতে প্রেরণ করে। নৃশংস এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য মামলার আইও টেকনাফ মডেল থানার এসআই আবুল কালাম গত ১৫মে আদালতে ৫দিনের রিমান্ড আবেদন করে। বিজ্ঞ আদালত উক্ত আসামীর ৩দিনের রিমান্ড মঞ্জুর করে। ২০ মে থেকে তাকে থানা হেফাজতে এনে রিমান্ড কার্যকর করা হবে বলে মামলার আইও জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।