১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২ | ২০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

হ্নীলা হাইস্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন


টেকনাফের হ্নীলা হাইস্কুলে ২০১৭সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৩০ জানুয়ারী সকাল ১১টায় হ্নীলা হাইস্কুল মাঠে ২০১৭সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ উপলক্ষে একসভা স্কুল পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্কুলের সিনিয়র শিক্ষক ছিদ্দিক আহমদ বিএসসি ও শিক্ষক আব্দুল মজিদের যৌথ পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সভাপতি ও হোয়াইক্যং আলী-আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী মুসা। বিশেষ অতিথি ছিলেন রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কামাল হোছাইন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার,হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌঃ আব্দুল মন্নান,নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রুপম কান্তি বড়–য়া,মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদ। স্বাগত বক্তব্য রাখেন হ্নীলা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাঞ্জরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,লেদা নিম্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌঃ জামাল হোছাইন,নাইক্ষ্যংখালী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইন,শামলাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইদ্রিস,টেকনাফ বায়তুশ শরফ মাদ্রাসার শিক্ষক মাওলানা বখতিয়ার,বিদায়ী শিক্ষার্থী শহিদুল্লাহ,মোহাম্মদ হোছাইন, রেশমা আক্তার রেশমী,নবম শ্রেণীর ছাত্রী সৈয়দা বিলকিস ফাহি সালাম প্রমুখ। এতে হ্নীলা হাইস্কুলে নবাগত শিক্ষার্থীদের ফুলের তোড়া দিয়ে বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানিয়ে বক্তারা বলেন ভাল পড়াশুনার মাধ্যমে বিশুদ্ধ জ্ঞান অর্জনের পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠানের,নিজের এবং পরিবারের সুনাম অর্জন করতে হবে। আজকে ভালভাবে জ্ঞান অর্জনই আগামী দিনের চলার পথে ভিত্তি হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠার আহবান জানানো হয়। এরপর শেষে দেশ,জাতি ও শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।