১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

হ্নীলা-সাবরাংয়ের কয়েকটি সড়কের বেহাল দশাঃ সংস্কার জরুরী


সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ও সাবরাং ইউনিয়নের বেশ কয়েকটি সড়কের বেহাল দশায় স্থানীয় জনসাধারণ চরম ক্ষুদ্ধ হয়ে উঠেছে। এসব সড়ক সমুহ দ্রুত সংস্কারের জন্য স্থানীয় এমপিসহ জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী জনসাধারণ।
সরেজমিনে দেখা যায়,উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল-পুরান বাজার সড়ক,ফুলের ডেইল-দরগাহ পাড়া সড়ক,ফুলের ডেইল-পূর্বপাড়া সড়ক,টেকনাফ সদরের গোদারবিল বায়তুশ শরফ মাদ্রাসা সংলগ্ন কচুবনিয়া সড়কসহ বেশ কয়েকটি সড়ক বিগত বর্ষার প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়ে খানা-খন্দকে ভরপুর হয়ে যানবাহন ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই প্রতিদিন হাজারো পথচারী ও শত শত যানবাহন চরম ভোগান্তি নিয়ে চলাচল করছে। এই ব্যাপারে ফুলের ডেইল এলাকার কয়েকজন ব্যক্তির সাথে আলাপকালে ক্ষোভের সুরে বলেন,দেশ স্বাধীনের পর হতে এই গ্রামটি আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত। বর্তমান আওয়ামী লীগ সরকার টানা দুই মেয়াদে ক্ষমতায় রয়েছে। সারাদেশে ব্যাপক উন্নয়ন হলেও উপজেলার হ্নীলা ইউনিয়নের আওয়ামী লীগের দূর্গ হিসেবে খ্যাত এই গ্রামটি আজ উন্নয়ন বঞ্চিত। দলীয় রাজনীতিতে গ্রুপিং থাকতে পারে কিন্তু উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি আমাদের চরমভাবে হতাশ করেছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনসহ আওয়ামী লীগের উর্ধ্বতন মহলের সুদৃষ্টি প্রয়োজন বলে মত প্রকাশ করেন। কচুবনিয়ার ইসমাইল জানান,আমরা বর্তমান সরকারকে ভোট দিয়েছি এবং আগামীতে ডিজিটাল বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকব। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের চলাচলের একমাত্র রাস্তাটির করুণ দশা এই এলাকার জনসাধারণের মনে চরম ক্ষোভের সঞ্চার করেছে। স্থানীয় এমপি আব্দুর রহমান বদি সংসদে আমাদের প্রতিনিধি থাকা সত্বেও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়কের করুণ দশা সত্যিই দুঃখজনক। আমরা অবিলম্বে টেকনাফের বিভিন্ন স্থানের জনসাধারণ ও যানবাহন চলাচলের অনুপযোগী সড়ক সমুহ দ্রুত সংস্কারের জন্য স্থানীয় এমপি আব্দুর রহমান বদি,জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।