২৯ ডিসেম্বর, ২০২৫ | ১৪ পৌষ, ১৪৩২ | ৮ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

হ্নীলা টু-ব্রাদার্সের ম্যানেজার ১৫লক্ষ টাকা নিয়ে উধাওঃ ধরে দিলে ৫০হাজার টাকা পুরস্কার

টেকনাফের বিভিন্ন স্থানে পানীয় ও ভোগ্যপণ্য সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান হ্নীলা টু-ব্রাদার্সের ম্যানেজার সরোয়ার আলম ১৫লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গেছে অভিযোগ উঠেছে। তাকে ধরিয়ে দিতে পারলে ৫০হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই ব্যাপারে দুইজনকে অভিযুক্ত করে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়,গত ২৭জুন সন্ধ্যা ৬টারদিকে হ্নীলা টু-ব্রাদার্সের ম্যানেজার ও মহেশখালী থানার কুতুবজোম এলাকার নুরুল আলমের পুত্র সরোয়ার আলমের (৩৮)নিকট পণ্য বিক্রির নগদ টাকা,ব্যাংক টিটি করা এবং বকেয়াসহ প্রায় ১৫লক্ষ ব্যবসায়িক টাকা চাইলে কাল,পরশু দিব বলে কালক্ষেপন করে আসছে। সে হ্নীলা ফুলের ডেইলের সাকেরের ভাড়া বাসায় অবস্থান করলেও এখন মুঠোফোন বন্ধ রেখে গা ঢাকা দিয়েছে। তার সাথে যোগাযোগের সর্বাতœক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে পলাতক ম্যানেজার সরোয়ার ও তার সহযোগী সাবরাং নয়াপাড়ার মোঃ বাপ্পী(৩০)কে অভিযুক্ত করে ফুলের ডেইলের মৃত সোলতান আহমদের পুত্র মোঃ শাহজাহান (৩৩) বাদী হয়ে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হ্নীলা টু-ব্রাদার্সের পক্ষ থেকে উক্ত ম্যানেজারকে ধরিয়ে দিতে পারলে নগদ ৫০হাজার টাকার পুরস্কার দেওয়া হবে জানিয়ে লেন-দেন না করার আহবান জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।