১০ সেপ্টেম্বর, ২০২৫ | ২৬ ভাদ্র, ১৪৩২ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

হোয়াইক্যংয়ের সাবেক তাবলীগ জামায়াত অামীর অাবু সুফিয়ানের ইন্তেকাল ও দাফন সম্পন্ন

dafon
টেকনাফ হোয়াইক্যং এর সাবেক তাবলীগ জামায়াত আমীর আলহাজ্ব আবু সুফিয়ান আজ (১৫.১১.২০১৬ ইং) ফজর নামাজের আজানের আগে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। দুপুর ২.৩০ টায় স্থানীয় রওজাতুন্নবী মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯১ বছর। স্ত্রী, ৩ ছেলে ও ২ কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
তাঁর বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামে। তিনি জীবনের দীর্ঘ সময় তাবলীগে দ্বীনের কাজে ব্যয় করেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে। তিনি হাজী ইয়াকুব আলীর পিতা ও সৌদি প্রবাসী মৌলবী আব্দুল হাকিম এর শ্বশুর ।
দুপুর আড়াই টায় মরহুম আলহাজ্ব আবু সুফিয়ানের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে হোয়াইক্যং কাটাখালী রওজাতুন্নবী দাখিল মাদ্রাসা মাঠে। নামাজের জানাযার আগে বক্তব্য রাখেন, হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর হোছাইন ছিদ্দিকী ও স্থানীয় আ’লীগ নেতা ও রওজাতুন্নবী দাখিল মাদ্রাসার সভাপতি হারুন সিকদার।
বক্তারা বলেন, হাজী আবু সুফিয়ান ছিলেন, একজন খাঁটি ঈমানদার ও দ্বীন দরদি ব্যক্তি ছিলেন। তিনি একাধারে ৪০ বছর তাবলীগে দ্বীনের কাজে নিরলস পরিশ্রম করে গেছেন। তিনি অত্যান্ত ধৈর্য্যশীল এবং পরিশ্রমী ছিলেন। তাঁর উৎসাহ অনুদান ও বদান্যতার অন্যতম উদাহরণ রওজাতুন্নবী দাখিল মাদ্রাসা। তিনি এ প্রতিষ্ঠানের অন্যতম দাতা। বক্তারা মরহুমের মাগফেরাত কামনা করে তার শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান। নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এদিকে হাজী আবু সুফিয়ানের ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন সাংবাদিক শামসুল হক শারেক। তিনি বলেন, জীবনের দীর্ঘ সময় তিনি তাবলীগে দ্বীনের কাজে ব্যয় করেছেন। মহান আল্লাহ তায়ালা তাঁর ভাল কাজ গুলো গ্রহণ করুন। তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।