৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

হোয়াইক্যং হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন


হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে ৩দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে।
১এপ্রিল উক্ত স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষদিনে হোয়াইক্যং মডেল ইউপি সদস্যদের গার্ড অব অনার প্রদান ও পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়া হয়। স্কাউট সদস্যদের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ প্রদর্শন,নব নির্বাচিত স্টুডেন্ট কেবিনেটে সদস্যদের শপথ গ্রহণ ও অতিথিদের সালাম প্রদর্শন,বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য নিয়ে প্রতিকী চিত্রের ডিস-প্লে এবং নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতি প্রদর্শনী শেষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্কুলের সিনিয়র সহকারী শিক্ষিকা শামীম আরা বেগমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস হোছাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ নুরুল আবছার,মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির,পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা,সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ-উদ-দৌলাহ,হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,নাইক্ষ্যংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন,কাঞ্জরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। অধ্যক্ষ মোস্তফা কামাল চৌধুরী মুসার সার্বিক তত্ত্বাবধানে এতে রাজনৈতিক,সামাজিক,শিক্ষক,সংবাদকর্মী,ব্যবসায়ীসহ সর্বস্তরের লোকজন উপস্থিত উক্ত স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।