১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

হোয়াইক্যং হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন


হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে ৩দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে।
১এপ্রিল উক্ত স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষদিনে হোয়াইক্যং মডেল ইউপি সদস্যদের গার্ড অব অনার প্রদান ও পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়া হয়। স্কাউট সদস্যদের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ প্রদর্শন,নব নির্বাচিত স্টুডেন্ট কেবিনেটে সদস্যদের শপথ গ্রহণ ও অতিথিদের সালাম প্রদর্শন,বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য নিয়ে প্রতিকী চিত্রের ডিস-প্লে এবং নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতি প্রদর্শনী শেষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্কুলের সিনিয়র সহকারী শিক্ষিকা শামীম আরা বেগমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস হোছাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ নুরুল আবছার,মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির,পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা,সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ-উদ-দৌলাহ,হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,নাইক্ষ্যংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন,কাঞ্জরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। অধ্যক্ষ মোস্তফা কামাল চৌধুরী মুসার সার্বিক তত্ত্বাবধানে এতে রাজনৈতিক,সামাজিক,শিক্ষক,সংবাদকর্মী,ব্যবসায়ীসহ সর্বস্তরের লোকজন উপস্থিত উক্ত স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।