হাড্ডাহাড্ডি লড়াই শেষে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ফল প্রকাশের পর কিছুক্ষণের মধ্যেই নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে ফোন করেছেন অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন।
এনবিসি ও সিএনএন জানিয়েছে বুধবার সকালে হোয়াইট হাউজের উত্তরাধিকার হিসেবে ট্রাম্পকে মেনে নিয়ে ফোন করেছেন হিলারি।
এসময় হিলারি আগামী দিনে আমেরিকাকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নেয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান।
প্রেসিডেন্ট হওয়ার পর সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যেও ট্রাম্প হিলারির ফোনকলের কথা উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান।
এদিকে হিলারির ক্যাম্পেইন চেয়ারম্যান জন পোডেস্টা সমর্থকদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, বুধবার মার্কিন নির্বাচনের ভোট গণনা শেষে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দেখা গেছে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের ২৭৬টি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি পেয়েছেন ২১৮টি ভোট।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।