বৃহন্নলা / হিজড়া /৩য় লিংগের জনগোষ্ঠী এ সমাজে এখনও অবহেলিত। আমাদের সমাজে তাদের শিক্ষার হার অত্যন্ত কম অথবা সুযোগের অভাবে ইচ্ছে থাকলেও পড়ার সুযোগ পায় না।
২০১৯ সালে জান্নাতুল ফেরদৌস পরিচালক – হাটখোলা ফাউন্ডেশন নিজ উদ্যোগে তাদের প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করেন যা প্রতি শুক্রবার ও শনিবার খুরুশকুল রাস্তার মাথায় একটি আধা পাকা স্থাপনায় নিয়মিতভাবে পরিচালিত হত।পরবর্তীতে তাদের আরো বৃহৎ পরিসরে শিক্ষা প্রদানের প্রয়োজনীয়তা অনুধাবিত হয়, এ লক্ষ্যে জান্নাতুল ফেরদৌস বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডঃ আনিস রহমান, নিলুফার জাহান- যুগ্ম পরিচালকের নিকট স্মরণাপন্ন হন এবং পরিচালক মহোদয় তাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সদয় অনুমতি প্রদান করেন।এ অনুমোদনের প্রেক্ষিতে বৃহন্নলাদের কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অষ্টম শ্রেণিতে ভর্তি করানো হয়।আজ ১৬/১০/২০২০ তারিখ ৩:০০ ঘটিকায় , শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাদের শিক্ষা কার্যক্রম উদ্ভোধনের করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজনীন সরোয়ার কাবেরী, সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখা, বিশেষ অতিথি ছিলেন সুশান্ত পাল, ডেপুটি কমিশনার, বাংলাদেশ কাস্টমস, শ্যাম রঞ্জন কর্মকার, উপ আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, নাসির উদ্দীন, প্রধান শিক্ষক, কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।
উক্ত কার্যক্রমের সহযোগী সংগঠন হচ্ছেন জয়োধ্বনি সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি
প্রকৌশলী হেলাল মোরশেদ সোহাগ, সাকিব, আদর ইউসুফ ভর্তি কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেছেন জনাব নাসির উদ্দিন।
হাটখোলা ফাউন্ডেশন এবং জয়োধ্বনি যৌথ উদ্যাগে উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।