১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ২ আশ্বিন, ১৪৩২ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক

হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলির বিল গ্রামে ইয়াবা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় শাহ আলমের ছেলে ইয়াবা ব্যবসায়ী ইমরানের ২০ হাজার পিস ইয়াবা তিন যুবক লুট করে উধাও হয়ে গেছে। অভিযুক্ত তিন যুবক হলেন রামুর খুনিয়া পালংয়ের রিজভী,হলদিয়া পালংয়ের ইমরুল ও তার অপর সহযোগী বাবু।

গত ১৩ই সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় রামুর খুনিয়া পালং ইউনিয়নের রাবেতা এলাকায় এ ঘটনা ঘটে। অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে ইমরান ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার নেতৃত্বে ৫ থেকে ১০ জনের একটি সিন্ডিকেট এলাকায় সক্রিয় রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সেদিন সন্ধ্যায় ইমরান একটি ইজিবাইক (মিনি টমটম) নিয়ে ২০ হাজার পিস ইয়াবা বহন করে রাবার ড্রাম এলাকা হয়ে খুনিয়া পালংয়ের রাবেতা এলাকায় পৌঁছান। সেখানে তিন যুবক ইয়াবার চালান লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এলাকাবাসীর অভিযোগ, ইমরান তরুণ ও উঠতি বয়সী ছেলেদের ব্যবহার করে ইয়াবা বহন করান। এর মাধ্যমে এলাকায় মাদকের এক ভয়াবহ নেটওয়ার্ক তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত এ ইয়াবা সিন্ডিকেট ভেঙে দিয়ে জড়িতদের আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক জানান, ইয়াবার চালান উদ্ধারে অভিযান চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই প্রসঙ্গে অভিযুক্ত ইমরানের সাথে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করে তাকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।