১৯ অক্টোবর, ২০২৫ | ৩ কার্তিক, ১৪৩২ | ২৬ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

হলদিয়াপালংয়ে স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

উখিয়ায় ২য় স্ত্রী রশিদা বেগম কে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগে পাষন্ড স্বামীকে প্রধান আসামী করে আদালতে ৫ জনের বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ৭ জুন নিহত গৃহবধূর ছেলে ছৈয়দ কাশিম বাদী হয়ে এ হত্যা মামলাটি দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে আইনজীবী সূত্রে জানা গেছে।আদালতে দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করেছে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ হাতিরঘোনা গ্রামের আবদুস শুকুরের পুত্র ছৈয়দ নূর প্রথম স্ত্রী ছবুরা বেগম কে রেখেই রুমখাঁ বড়বিল গ্রামের মৃত নুরুল ইসলামের কন্যা রশিদা বেগম কে ২য় স্ত্রী হিসেবে বিবাহ করে। বিবাহের পর রামু উপজেলার উত্তর খুনিয়াপালং জামবাগান এলাকায় ২য় স্ত্রীকে নিয়ে বসবাস করে স্বামী ছৈয়দ নূর। মামলার বাদী ও নিহতের ছেলে ছৈয়দ কাশিম অভিযোগ করে বলেন, স্থানীয় গ্রামীণ ব্যাংক শাখা ও বিভিন্ন এনজিও হতে ৪০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ গ্রহণ করে। সম্প্রতি ঋণের কিস্তির টাকা পরিশোধে না করে ছৈয়দ নূর ১ম স্ত্রীর বাড়িতে চলে আসে এবং ২য় স্ত্রীর খোঁজ খবর বন্ধ করে দেয়।এদিকে ২য় স্ত্রী ঋণের টাকা চাওয়ার জন্য গত ১ জুন উখিয়ার রুমখাঁ হাতির ঘোনা গ্রামে স্বামীর বাড়িতে আসলে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে পাষান্ড স্বামী ক্ষুদ্ধ হয়ে বড় স্ত্রী ও ছেলেসহ একযোগে ২য় স্ত্রী রশিদা কে নির্মমভাবে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম প্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। নিহতের ভাই মনজুর আলম সাংবাদিকদের বলেন, আমার বোনের অবস্থা আশংকাজনক দেখে তার মুখে বিষ ঢেলে দিয়ে উখিয়া হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে গিয়ে সংকটাপন্ন অবস্থায় আমার বোন রশিদা কে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করি। চিকিৎসারত অবস্থায় গত ৩ জুন সাড়ে ১১ টায় হাসপাতালে মারা যায়।হাসপাতাল সুত্রে জানা যায়, খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের সুরুতাহল রিপোর্ট তৈরিসহ লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেন। নিহত রশিদার শরীরে মারধরের আঘাত, যৌনপথে রক্তের দাগ ও মলদ্বারে আটানো সাদা জাতীয় পদার্থ পাওয়া গেছে মর্মে পুলিশ সুরুতাহল রিপোর্টে উল্লেখ করেছে। নিহতের ছেলে ছৈয়দ কাশিম অভিযোগ করে বলেন হাসপাতালে তার মা চিকিৎসাধীন অবস্থায় আতœীয়স্বজনকে বলেছে স্বামী, সৎ স্ত্রী, সৎ ছেলেসহ নির্মমভাবে পিটিয়ে মুখে বিষ ঢেলে দিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।