৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে অস্ত্রসহ ৫ যুবক আটক

 


রাজবাড়ী সদরের মুলঘর উচ্চ বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে দেশিয় অস্ত্রসহ ৫ যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রোববার দুপুরে অনুষ্ঠান চলাকালে তাদের আটক করা হয়।

আটকরা হলো, রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে সাজিদ, বারবাকপুর এলাকার হোসেন সরদারের ছেলে রাহাত, একই এলাকার খলিলুর রহমানের ছেলে মাহাবুব আলম, বাবুল গাজীর ছেলে ফিরোজ গাজী, রাজবাড়ী সদর উপজেলার মক্তব হাসানের ছেলে মফিজ।

মুলঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মোল্লা জানার, বিকেল ৪টায় স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর।

দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ১২ যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হয় উপস্থিত জনতার। তাদের প্রত্যেকের কাছে ব্যাগ ছিল। এসময় একজনের ব্যাগ তল্লাশি করে দেশিয় অস্ত্র পায় স্থানীয়রা। এক পর্যায়ে পাঁচ যুবককে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।

রাজবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়া জানান, আটকদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।