২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

স্পর্শিয়া এখন “কাঠবিড়ালী” চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে

বিনোদন ডেস্কঃ “কাঠবিড়ালী”। অসাধারন গল্প নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম। আর এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নিয়ামুল মুক্তার পরিচালনায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এই জনপ্রিয় অভিনেত্রী এখন ছোটপর্দা পেরিয়ে জনপ্রিয়তা অক্ষুন্ন রাখতে অভিনয় করছে বড় পর্দায়। এখন শুধু এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অর্চিতার চমক দেখার অপেক্ষামাত্র।

২০১৭ সালের ২ মার্চ তাসনিমুল তাজের চিত্রনাট্যে এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় পাবনার ভাঙ্গুরার গজারমারা গ্রামে শুরু হয় ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের শুটিং। চলচ্চিত্র নির্মানের এখন শেষ পর্যায়ের কাজ চলছে । এ বছরই মুক্তি পাবে অর্চিতা অভিনীত এই চলচ্চিত্র টি।

এই চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী অর্চিতার সাথে জুটি বেঁধেছে আসাদুজ্জামান আবীর।চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।

এই চলচ্চিত্রে অভিনয় নিয়ে স্পর্শিয়া বলেন, “এটা আমাদের সবার ছবি। গত দুই বছর ধরে সবাই ছবিটি লালন করছি, বড় করছি। এবার ছবিটি মুক্তি দেওয়ার অপেক্ষা। কাঠবিড়ালী নিয়ে আমাদের পুরো টিমের প্রত্যাশা অনেক। এর গল্প, দৃশ্যায়ন ও সবার অভিনয় সব কিছুই দর্শকদের অন্য রকম অনুভূতি দেবে।
“কাঠবিড়ালী সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ”

ছবিটিতে আরও অভিনয় করেছেন সাইদ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমানসহ অনেকে। নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘চিলেকোঠা ফিল্মস’ এর ব্যানারে নির্মিত ‘কাঠবিড়ালী’ এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে বলে জানান নির্মাতা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।