৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে একান্তে সাক্ষাত এমপি জাফর আলমের

বার্তা পরিবেশক:

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির সঙ্গে একান্তে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।

শনিবার দুপুরে বান্দরবানের লামা উপজেলা পরিষদের রেস্ট হাউজে এমপি জাফর আলম এই সৌজন্য সাক্ষাত করেন মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে।

এমপির জাফর আলমের ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী জানান- বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি শনিবার বান্দরবানের লামায় আসেন লামা উপজেলা পরিষদ কমপ্লেক্সের নবনির্মিত ভবন শুভ উদ্বোধন করতে। এই উপলক্ষে আমাদের এমপি জাফর আলম মহোদয়কেও আমন্ত্রণ জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রীর আগমণ উপলক্ষে এমপি জাফর আলম লামায় যান।

ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী আরো জানান- এ সময় মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে একান্তে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এমপি জাফর আলম। সাক্ষাতের সময় বেশ কিছুক্ষণ সময় আলাপ হয় কক্সবাজার-১ আসনের অতীত এবং বর্তমানের সার্বিক চিত্র নিয়ে। বিশেষ করে চকরিয়া ও পেকুয়ায় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সবিস্তারে তুলে ধরা হয় মন্ত্রী মহোদয়ের কাছে। এ সময় এমপি জাফর আলম মন্ত্রীকে অবহিত করেন, স্বাধীনতার পর এই আসনে আওয়ামী লীগ থেকে কোন সংসদ সদস্য না থাকায় উন্নয়নের ক্ষেত্রে অবহেলিত ছিল চকরিয়া-পেকুয়া। তাই বর্তমান সরকারের দুই মেয়াদে এখানে উল্লেখযোগ্য উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে চকরিয়া-পেকুয়াবাসী।
এ সময় এমপি জাফর আলম মন্ত্রী মো. তাজুল ইসলামকে চকরিয়া ও পেকুয়ার উন্নয়নে সার্বিক সুদৃষ্টি দেওয়াসহ চকরিয়ায় মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।