১১ নভেম্বর, ২০২৫ | ২৬ কার্তিক, ১৪৩২ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক

সোনাদিয়ায় র‌্যাবের সাথে গোলাগুলিতে জাম্বু বাহিনীর প্রধান নিহত: অস্ত্র-গুলি উদ্ধার

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ায় র‌্যাবের সাথে গোলাগুলিতে জাম্বু বাহিনীর প্রধান মোকারম হোসেন ওরফে জাম্বু নিহত হয়েছে। এসময় দেশী তৈরী ৪৪টি অস্ত্র ও ১২১৫টি গুলি উদ্ধার করা হয়েছে। আজ (১৯ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় সোনাদিয়াস্থ পুর্বপাড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। এঘটনায় অন্যান্য জলদস্যুরা পালিয়ে যায়।

র‌্যাব-৭এর কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেজর মো: রুহুল আমিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মহেশখালী উপজেলার সোনাদিয়া পূর্ব পাড়া এলাকায় অভিযানে নামেন। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের তালিকাভূক্ত জলদস্যু মোকারম হোসেন ও তার বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় র‌্যাবের সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এভাবে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় গোলাগুলি চলে। এক পর্যায়ে জাম্বু বাহিনীর সদস্যরা পালিয়ে গেলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে জাম্বু বাহিনীর প্রধান মোকারম হোসেন ওরফে জাম্বু মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় ৪৪টি দেশীয় তৈরী অস্ত্র ও ১২১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের মেজর মো: রুহুল আমিন আরো জানান, মোকারম হোসেন জাম্বুর বিরুদ্ধে সাগরে দস্যুতা, ডাকাতি, ধর্ষণ সহ ১২টি মামলা রয়েছে। সে একজন স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের তালিকাভূক্ত জলদস্যু। সে দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট দস্যুতা সহ নানা অপরাধ কর্মকান্ড করে আসছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।