১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২ | ২৩ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

সেন্টমার্টিন দ্বীপে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

টেকনাফ সেন্টমার্টিনে সৈকত ও বাজারের আশপাশে অভিযান চালিয়ে শাতধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে বিকেল সাড়ে ৫ পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ। এ অভিযানে সহায়তা করে সেন্টমার্টিন ফাড়িঁর পুলিশ ও বীচ কর্মিরা। এ সময় উপস্থিত ছিলেন দ্বীপের ইউপি চেয়ারম্যান নুর আহমেদসহ ইউপি সদস্যরা।
অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বলেন, সেন্টমার্টিন নিয়ে সরকার একটি পরিকল্পনা হাতে নিয়েছে। তারই সুত্রে ধরে মঙ্গলবার টানা প্রায় ৮ ঘন্টা অভিযান পরিচালনা করে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। আমাদের এ অভিযান বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, শুধু তাই নই, দ্বীপে ভ্রমনে আসা দেশি-বিদেশী পর্যটকদের সুবিধার্থে নিয়মিত তদারকি করা হবে, যেন বাজার ও সৈকতের ওপর কোনও অবৈধ স্থাপনা বসতে না পারে। এ ছাড়া, এই এলাকার সড়কগুলোয় যেন যানজট না হয়, সে জন্য অবৈধ পার্কিং ও উচ্ছেদ করা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।