২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

সুয়ারেস-মেসি ঝলকে ব্যবধান কমালো বার্সেলোনা

লুই সুয়ারেসের জোড়া গোলে বার্সেলোনা লা লিগার পয়েন্টে টেবিলে এক লাফে তিন থেকে দুই নম্বরে উঠে এসেছে। রবিবার কাতালান ডার্বিতে এস্পানিওলকে ৪-১ গোলে হারানোর সুবাদে শীর্ষস্থানের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে কমালো তারা। এ জয়ে কাতালান জায়ান্টরা সেভিয়াকে টপকে রিয়াল মাদ্রিদের পরে জায়গা করে নিল। শীর্ষে থাকা রিয়ালের (৩৭) চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩৪ পয়েন্ট বার্সার। তাদের চেয়ে এক পয়েন্ট দূরত্বে তিনে নেমে গেছে সেভিয়া।

ন্যু ক্যাম্পে সুয়ারেসের জোড়া গোলের সঙ্গে লিওনেল মেসির নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। কিন্তু আর্জেন্টাইন তারকা দুইবার ব্যর্থ হলে সেই সুযোগ পান তার সতীর্থরা। ৬৭ ও ৬৮ মিনিটে দুইবার এস্পানিওলের গোলমুখে হানা দেন মেসি।

প্রথমবার তার শট প্রতিপক্ষের গোলরক্ষকের গায়ে লেগে ফিরে এলে ডানপাশে ওৎ পেতে থাকা সুয়ারেস নিজের ও ম্যাচের দ্বিতীয় গোল করেন। পরের মিনিটে বক্সে ঢুকতে গিয়ে এস্পানিওল ডিফেন্ডারদের বাধার মুখে পড়ে বলের নিয়ন্ত্রণ হারান মেসি। বাঁপ্রান্ত থেকে এবার জর্দি আলবা কোনাকুনি শটে ৩-০ করেন।

তবে খালি হাতে ফিরতে হয়নি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীকে। চোখ ধাঁধানো কৌশলে ৯০ মিনিটে দলের চতুর্থ গোল করেন তিনি। বক্সের বাইরে থেকে বল সুয়ারেসের দিকে পাস দিয়ে এক দৌড়ে গোলমুখের সামনে চলে যান মেসি। উরুগুইয়ান স্ট্রাইকার তিনজন ডিফেন্ডারের মাথার উপর দিয়ে বল তুলে দেন আর্জেন্টাইন তারকার কাছে, বাঁপায়ের আলতো ছোঁয়ায় গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। এর আগে ১৮ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার দূরপাল্লার পাস থেকে গোলমুখ খোলেন সুয়ারেস।

৭৯ মিনিটে এস্পানিওলের পক্ষে একটি সান্ত্বনাসূচক গোল করেন ডেভিড লোপেজ।

এ ম্যাচে সুয়ারেস দু্ই গোল ও মেসি এক গোল করে লা লিগার চলতি মৌসুমে যুগ্মভাবে শীর্ষ গোলদাতার আসনে বসলেন। তারা দুইজনেই ১২টি করে গোল করেছেন। দুই গোলের ব্যবধানে তাদের পেছনে ক্রিস্তিয়ানো রোনালদো (১০)। সূত্র- ইএসপিএনএফসি, গোলডটকম

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।