৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন

রামুতে পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালায় ইউএনও ফাহমিদ মুস্তফা

সুস্থ-সবল জাতি গঠনে পুষ্টি চাহিদা পূরণ করা জরুরী


প্রেস বিজ্ঞপ্তি :

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেছেন- সুস্থ, সবল জাতি গঠনের জন্য জনসাধারণের পুষ্টি চাহিদা পূরণ করা জরুরী। এজন্য সরকার পুষ্টি কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নে কাজ করছে। সরকারি-বেসরকারি সংস্থা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখতে হবে।
তিনি বৃহষ্পতিবার, ৩ নভেম্বর সকালে রামু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. নোবেল কুমার বড়–য়া, ইউনিসেফ ও জাতিসংঘ শিশু তহবিল (বাংলাদেশ) এ কর্মরত কোঅর্ডিনেশন এন্ড টেকনিক্যাল সাপোর্ট স্পেশালিষ্ট মো. শাহ আলম, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু মাসুদ সিদ্দীকী ও রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া।

সভায় কক্সবাজার জেলা পুষ্টি অবস্থা এবং বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা করেন- রামু উপজেলা নিউট্রিশন সুপারভাইজার মো. মেহেদী হাসান।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেকুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্ত সুরাইয়া আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দে, জনস্বাস্থ্য প্রকৌশলী ক্য চাই চাক, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুর রশিদ, রামু প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ প্রমূখ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।