১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২ | ২০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”

সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে দেশপ্রেমিক আদর্শবান নাগরিক হিসেবে তৈরী করতে হবে

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, সুশিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মের শিক্ষার্থীদেরকে দেশপ্রেমিক আর্দশবান নাগরিক হিসেবে তৈরী করতে হবে। বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। কারণ সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার ঘোষনা আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে নিরক্ষতার অভিশাপমুক্ত করা হবে। সেইলক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা হবেন আগামী দিনের স্বনির্ভর বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর। কাজেই তাদেরকে সেইভাবে তৈরী করতে হবে। তাদেরকে সঠিকভাবে লেখাপড়ার সুযোগ ও পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। যাতে কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়ার মাধ্যমে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পেকুয়া উপজেলার বারবাকিয়া কাদিমা কাটা ছাত্র সংগঠনের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাওলানা এইচএম বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেরন সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন ড.মোহাম্মদ সানা উল্লাহ, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটু, সাধারণ সম্পাদক আবুল কাসেম, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম শহীদুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা মেহেদী হাসান ফরায়েজী, আওয়ামীলীগ নেতা জিয়াবুল করিম। এছাড়াও অনুষ্ঠানে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সুধী সমাজ, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক মহল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।