১৭ ডিসেম্বর, ২০২৫ | ২ পৌষ, ১৪৩২ | ২৫ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

‘সীমান্ত এলাকার ভারতীয় নাগরিকরা বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করছে’

বাংলাদেশ-ভারত সীমান্তের মেঘালয় রাজ্যের বহু মানুষ যোগাযোগের জন্য বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করছে। সোমবার মেঘালয় বিধানসভায় এমনটাই জানিয়েছেন বিরোধী দলীয় এমএলএ ডোনকুপর রায়।

মেঘালয়ের গভর্নরের বক্তব্যের বিপরীতে ধন্যবাদ জানিয়ে রায় রাজ্য সরকারকে সীমান্তবর্তী গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থা উন্নত করার আহ্বান জানান।

বিরোধী দল ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘সীমান্ত এলাকার জনগণ বন্ধু-বান্ধব ও আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করে। কারণ ওইসব এলাকায় ল্যান্ডফোন নেই আর ভারতীয় মোবাইল ফোনের নেটওয়ার্ক ভালো না।’

উল্লেখ্য, রায়ের নির্বাচনি এলাকা শেল্লা বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় অবস্থিত। তিনি আরও জানান, ‘জানি, বিষয়টি অবৈধ, কিন্তু আমার নিজেরও একটি বাংলাদেশি সিম কার্ড রয়েছে।’

‘সীমান্ত এলাকায় ভালো যোগাযোগ ব্যবস্থা গড়ে না উঠায় জনগণ বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করতে বাধ্য হচ্ছে।’

তিনি আরও জানান, ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরাও বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করছেন।

রায়ের দাবি, ‘একবার আমি এক বিএসএফ কর্মকর্তাকে এই সমস্যা সম্পর্কে জানিয়েছিলাম। তিনি আমাকে বলেন যে, সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করাটা তার জন্য বেশ কষ্টকর। আমি এক বিএসএফ কর্মকর্তাকে বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করে মোবাইল ফোনে কথা বলতেও দেখেছি।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।