২৮ আগস্ট, ২০২৫ | ১৩ ভাদ্র, ১৪৩২ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

সিল্ক রোড প্রকল্পে ১২৪ বিলিয়ন ডলার দেবে চীন

উচ্চাকাঙ্খী সিল্করোড প্রকল্পের বাস্তবায়নের জন্য ১২৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার সিল্ক রোড সম্মেলনের প্রথম দিনে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জিনপিং জানিয়েছেন, তার স্বপ্নের এই পরিকল্পনায় যোগদানের জন্য সবাই স্বাগত এবং বিশ্বের শান্তিু ও উন্নতির জন্য এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

২০১৩ সালে চীন বেল্ট অ্যান্ড রোড নামে একটি উন্নয়ন কৌশল ও কাঠামো পরিকল্পনা প্রকাশ করে। এতে চীনের সঙ্গে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের ৬০টি দেশের যোগাযোগ ও সহযোগিতার উপর গুরুত্ত্ব দেওয়া হয়।

রোববার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জিনপিং বলেন, আমাদেরকে পরস্পরের সহযোগিতার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম চালু করতে হবে এবং একটি মুক্ত বাণিজ্যের বিশ্ব চালু ও তা ধরে রাখত হবে।

তিনি বলেন, ‘আমাদের যৌথভাবে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে উন্মুক্ত সুবিধা ও উন্নয়ন, একটি ন্যায্য, সমান ও স্বচ্ছ আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত নিয়ম চালু থাকবে।’

নতুন সিল্ক রোডের জন্য যেসব খাত থেকে শি জিনপিং অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে রয়েছে-সিল্ক রোড ফান্ড থেকে অতিরিক্ত ১০০ বিলিয়ন ইউয়ান (চীনা মুদ্রা) সংগ্রহ, চীনা ডেভোলেপমেন্ট ব্যাংক থেকে ২৫০ বিলিয়ন ইউয়ান ঋণ, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চীনা থেকে ১৩০ বিলিয়ন ইউয়ান ঋণ ইত্যাদি।

চীনের আয়োজিত এই সামিটে ২৯ দেশের নেতারা অংশগ্রহণ করছেন। সোমবার সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।