৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

সিঙ্গাপুর গেলেন নৌবাহিনী প্রধান

আন্তর্জাতিক সামরিক প্রদর্শনী ও ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স প্রদর্শনী, (আইএমডিসিএক্স) এশিয়া -২০১৭ মহড়ায় যোগদানের উদ্দেশ্যে সিঙ্গাপুর গেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ।

শনিবার রাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌ-প্রধান (অপারেশন্স) ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা নৌ-প্রধানকে বিদায় জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে নৌ-প্রধান আন্তর্জাতিক মেরিটাইম রিভিউ, ৫ম আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সম্মেলনে (আইএমএসসি) যোগ দেবেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের ফার্স্ট সী লর্ড এডমিরাল ফিলিপ জোন্স, ডেনমার্কের নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল ফ্রাঙ্ক ট্রোজান ও সিঙ্গাপুর নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল লাই চুং হ্যান’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিনি নেদারল্যান্ডের ডিফেন্স ম্যাটেরিয়াল অর্গানাইজেশনের পরিচালক ভাইস এডমিরাল আর ই জান দে ওয়ার্ডসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের ঊর্ধ্বতন নৌ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নৌবাহিনী প্রধান।

উল্লেখ্য, উক্ত মহড়া ও সামরিক প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে বাংলাদেশ নৌ বাহিনী জাহাজ ‘স্বাধীনতা’ সিঙ্গাপুরে অবস্থান করছে। মহড়ায় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, গ্রিস, আরব আমিরাতসহ ১৮টি দেশের ২৭টি যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, বিভিন্ন দেশের নৌ বাহিনী প্রধান এবং সামরিক ব্যক্তিরা অংশ নিচ্ছেন।

সফর শেষে ১৮ মে নৌ প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।