১৭ নভেম্বর, ২০২৫ | ২ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

সাহস ও লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে সফলতা আসবেই- এমপি কমল

 প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজারে শেখ কামাল স্মৃতি চ্যালেঞ্জ কাপ ১ম জাতীয় জুজুৎসু বীচ প্রতিযোগীতা ২০২২ এর দুইদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন, জীবনের সফলতা আনতে সাহস থাকতে হয়। মনে সাহস ও লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে সফলতা আসবেই আসবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আছেন বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখানে এ ক্রীড়া প্রতিযোগীতা হচ্ছে। অন্যতায় বিএনপি-জামাতিরা এটাকে নাজায়েজ বলে ফতোয়া দিয়ে বন্ধ করে দিতো।
এমপি কমল বলেন শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে কক্সবাজারের চিত্র পাল্টে দিচ্ছে। ৭৫ পরবর্তী শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করেছে অন্য কোন সরকার তা স্বপ্নেও দেখেনি। এ উন্নয়ন অগ্রযাত্রায় ক্রীড়া ক্ষেত্রে কক্সবাজারে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামকে আধুনিকী করন, বিকেএসপি প্রতিষ্টা করেছেন। এছাড়া বাফুফে ফুটবল ট্রেনিং সেন্টার, শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স এর মতো প্রতিষ্ঠানও কক্সবাজারে প্রতিষ্ঠা হচ্ছে।
সাইমুম সরওয়ার কমল এমপি কক্সবাজারে এ প্রতিযোগীতা আয়োজনের জন্য বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সভাপতি- সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান এবং এ আয়োজন সফল করতে কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সভাপতি, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স এমপি। এতে উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সাধারন সম্পাদক ড. রফিকুল ইসলাম নিউটন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড জসিম উদ্দিন, ইতালিয়ান নাগরিক ও বিশিষ্ট সমাজসেবক লুজি লুপি, বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক থিনমং। কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিল উদয় শংকর পাল মিঠু’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার জুজুৎসু প্রতিযোগিরা অংশগ্রহন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।