৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

সালাহউদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় মুক্তি নাদিলে পরিণাম অত্যন্ত কঠিন হবে

chakaria mahila dol (salahuddin) 1-4-15
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, চকরিয়া-পেকুয়া আসন থেকে বারবার নির্বাচিত সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী, জাতীয় রাজনীতির অন্যতম পূরোধা ও অবিসংবাদিত নেতা আলহাজ্ব সালাহউদ্দিন আহমদকে সুস্থ ও অক্ষত অবস্থায় নি:শর্ত মুক্তির দাবীতে চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে মহিলা দলের উদ্যোগে এপ্রিল বুধবার বিকাল ৩টায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চকরিয়া পৌর শহরের আনোয়ার শপিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে সোসাইটি ষ্টেশন হয়ে নিউ মার্কেট চত্ত্বরে এসে শেষ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল চকরিয়া পৌরসভা শাখার সাধারণ সম্পাদক খালেছা বেগমের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর মহিলাদল নেত্রী যথাক্রমে ইয়াসমিন আক্তার, ইয়াসমিন আক্তার বিউটি, মহিলাদল নেত্রী তাহসিনা আক্তার এমইউপি, হাসনা হেনা  সহ বিপুল সংখ্যক মহিলাদল নেতাকর্মী। মিছিলে সহযোগিতায় ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে মহিলাদল নেতৃবৃন্দ বলেন, জাতীয় রাজনীতিতে কক্সবাজার জেলার সন্তান হয়ে দৃষ্টান্ত স্থাপনকারী সাবেক মন্ত্রী সালাহউদ্দিনকে সুস্থ ও অক্ষত অবস্থায় নি:শর্ত মুক্তি দেয়া নাহলে সরকারের জন্য পরিণাম শুভ হবেনা। সালাহউদ্দিন আহমদের কিছু হলে এর দায় থেকে কেউ রেহায় পাবেনা। তিনি ছিলেন গণতন্ত্র রক্ষার আন্দোলনের অগ্রসেনানী। তাকে ছাড়া পুরো কক্সবাজার সহ দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। মেধা,গুণি ও যোগ্যতা সম্পন্ন এ সম্পদকে ফিরিয়ে দিয়ে সরকারকে শুভ বুদ্ধির পরিচয় দেয়ার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।