৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন

সালাহ উদ্দিনের পিএ-গাড়িচালককে তুলে নেয়ার অভিযোগ

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারী (পিএ) ও দুই গাড়িচালককে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
রবিবার দুপুরের পর হাসিনা আহমেদ সাংবাদিকদের টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে মিরপুর থেকে ব্যক্তিগত সহকারী ওসমান গণিকে এবং সালাহ উদ্দিনের গুলশানের বাসার সামনে থেকে গাড়িচালক শফিক ও খোকনকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ওই তিনজনের খোঁজ নেই বলে স্বজনরা জানান।

ব্যক্তিগত সহকারী ওসমান ফারুকের স্ত্রী শিখা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টা-৪টার দিকে আট-দশজন সাদা পোশাকধারী লোক তাদের বাসায় প্রবেশ করে। বাইরে দুজন র‌্যাবের পোশাকে ছিল। তারা ওসমান গণিকে আটক করে নিয়ে যাওয়ার সময় বলেছে- ঠিক ঠিক তথ্য দিলে তাকে ছেড়ে দেবে।

এরপরে র‌্যাব সদর দপ্তরে খোঁজ নিতে গেলে তারা ওসমানকে আটকের কথা অস্বীকার করেন বলেও জানান শিখা।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও দপ্তরের দায়িত্বে থাকা রুহুল কবির রিজভী আটক হওয়ার পর অজ্ঞাত স্থান থেকে সালাহ উদ্দিন দলের কর্মসূচি ঘোষণা করে আসছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।