৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২ | ১০ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

সামাজিক ও পারিবারিক সমস্যা নিরসনে যুব সমাজকে উদ্যোগ নিতে হবে

ramu pic training 12.03.15
রামুতে ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা’ শীর্ষক ৩দিন ব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট এর ভাইস প্রেসিডেন্ট হুমায়ন কবির, বলেছেন, যে কোন সামাজিক ও পারিবারিক সমস্যা নিরসনে যুব সমাজকে সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। ছাত্র-যুবকরা চাইলে সমাজকে অন্যায় ও অপরাধ কর্মকান্ড থেকে মুক্ত করতে পারে। তবে এ জন্য আগে নিজেদের চরিত্রবান ও দক্ষ হতে হবে।
কক্সবাজারের রামু উপজেলায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট এর আয়োজনে, জাগো নারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এ কর্মশালার অনুষ্ঠিত হয়।
গত বুধবার (১১ মার্চ) বিকালে রামুর স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র রিসার্চ ডাইরেক্টর মোহাম্মদ হুমায়ন কবির, রামু থানার ওসি (তদন্ত) মো. কায় কিসলু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শওকত হোসেন, জাগো নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা শিল্পী তানভীর সরওয়ার রানা, জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা প্রমূখ।
উল্লেখ্য ৯ মার্চ এ কর্মশালার উদ্বোধন করেন, ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন এর বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও প্রধান পিয়েরি মায়াদোঁ। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট এর সিনিয়র সহযোগী গবেষক আশীষ বণিক এর ব্যবস্থাপনায় এ কর্মশালায় ৩০ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।